রাজধানী ঢাকায় আগামী ১ জানুয়🀅ারি নির্বাচনী জনসভা করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আ🔯ওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক⛎্ষরিত এক চিঠিতে এ অꦯনুমতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢা👍কা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভার বিষয়ে অনা𓃲পত্তি জ্ঞাপন করা হলো।
এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে🔜 আবেদন করা হয়।