• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সরকারের সঙ্গে বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৩:৫১ পিএম
সরকারের সঙ্গে বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসার সুযোগ দেওয়াসহ সাত দফা দাবিতে প্রতীকী অনশন করছেন ইভ্যালির মার্চেন্ট✨ ও ভো♈ক্তারা।

শনিবার (৯ অক্টোবর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাত দফা দাবি নিয়🔯ে সরকারের সঙꩲ্গে আলোচনায় বসায় আহ্বান জানান তারা।

তাদের দাবিগুলো হলো : ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানের মুক্তি, রাসেলকে সময় দেওয়া, ইক্যাব পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া, ই-কমার্স প💃্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নেওয়া, ই-কমার্স সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দেওয়া।

প্ল্যাটফর্মটির সহ-সমন্বয়ক সাকিব বলেন, “আমাদের দাবি রাসেল ভাইকে অন্তত নজরদারিতে রে🧸খে তাকে যেন ব্যবসার সুযোগ দেওয়া হয়। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন ছয় মাসের মধ্যে প্রোডাক্ট দ🅺েবেন। এক মাসের মধ্যে কিছু প্রোডাক্ট দিয়েছেনও। তাকে আমরা সময় দিতে চাই, এছাড়া আমাদের উপায়ও নেই।”

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান উল্লেখ করে সাকিব বলেন, “হাজার হাজার মার্চেন্টের লক্ষ লক্ষ প্রোডাক্ট নষ্ট হচ্ছে, আমরা ভোক্তারা প্রোডাক্ট পাচ্ছি না। এটার নিশ্চয়তা তো লাগবে। সিইও ও চেয়ারম্যান ছাড়া কীভাবে আমরা এসব প্রোডাক্ট পাব? আমরা সরকারের সঙ💧্গে দ্রুত আলোচনায় বসতে চাই, বসে এসব নিয়ে একটা সমাধানে আসতে চাই।”

এছাড়া প্ল্যাটফর্মটির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, “আমরা সাত দফা দাবি বাস্তবায়ন চাই। বাস্তবায়ন হলে আমাদের সম্ভাবনাময় ই-কমার্স সেক্টরকে অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত করতে পারব। আমরা চাই অচির🌱েই এ দাবিগুলো বাস্তবায়ন করা হোক।&r🔯dquo;

Link copied!