• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আগের কর্মস্থলেই থাকছেন ২৫ অতিরিক্ত সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০২:৫৬ পিএম
আগের কর্মস্থলেই  থাকছেন ২৫ অতিরিক্ত সচিব

পদোন্নতি পাওয়া প্রশাসনের ৯২ অতিরিক্ত সচিবের মধ্যে আ✤গের কর্মস্থলে পদায়ন করা হয়েছে ২৫ কর্মඣকর্তাকে। 

বুধবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি ক🐽রা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অতিরিক্ত সচিব) 🌠পুনরাদেশ না দেওয়া প⭕র্যন্ত তাদের (২৫ কর্মকর্তা) পদোন্নতির অব্যবহিত পূর্বের কর্মস্থলে (ইনসিটু) প্রেষণে নিয়োগ/পদায়ন করা হলো। 

এর আগে গত ৭ সেপ্টেম্বর ৮৯ জন কর্𓆉মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতা꧒বাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। 

এছাড়া পদোন্নতি পান বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও ৩ কর্ম🍌কর্তা। সবমিলিয়ে ৯২ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। 

বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ🌠্যা বেড়ে দ🀅াঁড়ায় ৫০৮ জনে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছꦏর অতিরিক্ত সচিব পদে পদোন্নত💯ির জন্য যুগ্মসচিব পদমর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। 

এর মধ্যে ৯২ জনকে পদোন্নতি দেও🎀য়া হܫলেও দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।ꦜ 

Link copied!