• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ২১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিরিয়ে দিলেন বাংলা একাডেমি পুরস্কার, নেপথ্যে কী?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৩:০১ পিএম
ফিরিয়ে দিলেন বাংলা একাডেমি পুরস্কার, নেপথ্যে কী?
জাকির তালুকদার ও তার ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমি স💜াহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

রোববার (২৮ জানুয়ারি) নিজে💟র ফেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে🍒ছেন তিনি।

পোস্টে জাকির তালুকদার লেখেন, “পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছꦉে।”

ওই পোস্টের সঙ্গে পুরস্কার ফেরত🃏 দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি ও একটি চেকের পাতা সংযুক্ত করেছেন জাকির তালুকদার।

এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, “বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, ২ꦓ৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছামতো একাডেমি চালানোর জন্য বাংলা একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হার🗹িয়েছে।”

জাকির তালুকদার আরও বলেন, “প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের গুরুত্ব থাকে না। এ জন্য এই পুরস্কারটি এখন আমার কাছে অর্থহীন বোঝা বলে মনে হচ্ছে। বাংলা একাডেমি নিজের মান ধরে রাখতে পারেনি, এটাﷺ দুঃখজনক।”

এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল 🦩হুদা গণমাধ্যমকে বলেন, “আমার কাছে এখনো (পুরস্কারের অর্থ 🐷ও সম্মাননা স্মারক) এসে পৌঁছায়নি। এতদিন পর পুরস্কার ফেরত দেওয়া যায় কি না, আমি ঠিক জানি না।”

এর আগে ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন জাকির তালুকদার। তিনি বেড়ে উঠেছেন নাটোরে। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎ🔜সা ও গবেꦦষণা বিভাগে কাজ করছেন তিনি।

Link copied!