বাংলা একাডেমি 🅘সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদা🐭র।
রো꧒ববার (২৮ জানুয়ারি) নিজের ফেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
পোস🗹্টে জাকির তালুকদার লেখেন, “পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।”
ওই ღপোস্টের সঙ্গে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি ও একটি চেকের পাতা সংযুক্ত করেছেন জাকির তালুকদার।
এ বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমক🅰ে বলেন, “বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, ২৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছামতো একাডেমি চালানোর জন্য বাংলা একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে।”
জাকির তালুকদার আরও বলেন, “প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের গুরুত্ব থাকে না। এ জন্য এই পুরস্কারটি এখন আমার কা﷽ছে অর্থহীন বোঝা বলে মনে হচ্ছে। বাংলা একাডেমি নিজের মান ধরে রাখতে পারেনি, এটা দুঃখজনক।”
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা গণ🅷মাধ্যমকে বলেন, “আমার কাছে এখনো (পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক) এসে পৌঁছায়নি। এতদিন পর পুরস্কার ফেরত দেওয়া যায় কি না, আমি ঠিক জানি না।”
এর আগে ২০১৪ সালে বাংলা এ🐼কাডেমি পুরস্কারে ভূষিত হন জাকির তালুকদার। তিনি বেড়ে উঠেছেন নাটোরে। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি𝓀 প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন তিনি।