• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কবি দাউদ হায়দারের অবস্থা সংকটজনক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০২:৫৯ পিএম
কবি দাউদ হায়দারের অবস্থা সংকটজনক
কবি দাউদ হায়দার। ছবি : সংগৃহীত

জার্মানিতে নির্ꦕবাসিত কবি দাউদ হায়দারের শারীরিক অবস্থা সংকটজনক। তিনি ১২ ডিসেম্বর থেকে বার্লিনের নয়েকোলন হাসপাতালে ‘কৃত্রিম কোমায়’🌺 আছেন।

হাসপাতালটির চিকিৎসক গুলিউও কাটালডেগিরমেন বলেন, ‘এই মুহূর্তে দাউদ💃 হায়দারের শারীরিক অবস্থা বেশ সংকটজনক।’

সোমবার কবিকে হাসপা🌜তালে দেখতে যান মাইন চৌধুরী। তিনি জানান, দাউদ হায়দারকে ১২ ডিসেম্বর প্রথমে স্থানীয় রাইনিকেডর্ফ হাসপাতালে নেওয়া 🤡হয়। পরে নয়েকোলন হাসপাতালে আনা হয়। তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছে।

দাউদ হায়দার ৫০ বছর ধরে বꦰিদেশে নির্বাসনে আꦓছেন। তিনি বার্লিনের একটি ফ্ল্যাটে একাকী থাকেন।

সূত্র : প্রথম আলো

Link copied!