স্বাধীনতা বাঙালির অহংকার। যার চেতনা আমরা হৃদয়ে ধারণ করেছি। রাত পোহালেই জাতির গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস। স্বাধীনতারꩵ প্রতি আমাদের ভালোবাসা ফুটে উঠে পোশাকেও। তাই তো স্বাধীনতার 🌠এই দিনে পোশাকের ফ্যাশনে উঠে আসে প্রিয় পতাকার রং, লাল-সবুজ।
শুধু লাল-সবুজই নয়, পোশাকে উঠে আসে বাঙালির র𒀰ক্তঝরানো ইতিহাসও, স্বাধীন বাংলার মুক্তির স্লোগান। তবে সবকিছুতেই যেন স্বাধীন বাংলার পতাকার রং লাল-সবুজকে ধারণ করা হয়। এবারের স্বাধীনতা দিবসের দিনটিতেবো লাল-সবুজই হোক সবার সাজ পোশাকের সঙ্গী।
প্রতিটি দিবসকে♏ সামনে রেখে দেশিয় ফ্যাশন হাউসগুলো নিয়ে আসে বিশেষ আয়োজন। প্রকৃতি-ভালোবাসা ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে সেই পোশাকে। চলুন জেনে নেওয়া যাক এবছরের স্বাধীনতা দꦐিবসে পোশাক আয়োজন সম্পর্কে-
রঙ বাংলাদেশ
স্বাধীনতা দিবস উপলক্ষে লাল-সবুজ রঙের সমন𝔉্বয়ে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, টপ, টি-শার্ট এনেছে রঙ বাংলাদেশ। সবুজ পাঞ্জাবির বুকের জমিনে রয়েছে লাল টকটকে সূর্য। মেয়েদের শাড়িতেও রয়েছে লাল-সবুজের ডিজাইন। ব্লাউজের হাতায় রাখা হয়েছে লাল-সবুজ নকশার বৈচিত্র্য।
ছোট মেয়েদের সবুজ ফ্রকের বুকের জমিনে লাল রঙের ডিজা൩ইনে দেওয়া হয়েছে স্বাধীনতার ছোঁয়া। এর বাইরেও বিভিন্ন রং ও থিমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশের শোরুমে।
নিত্য উপহার
স্বাধীনতা দিবসে নতুন টি-শার্🦄ট এসেছে নিত্য উপহারে। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ৭ই মার্চ বঙ্গবন্ধুর আঙুল উঁচিয়ে দেওয়া ভাষণের ছবি ফুটিয়ে তুলেছে টি-শার্টে। ভিন্ন ভিন্ন রঙের টি-শার্টে বঙ্গবন্ধুর হাত ও উঁচিয়ে তোলা আঙুলকে উপজীব্য করা হয়েছে। সুতি কাপড়ের টি-শার্ট গরমেও হবে আরামদায়ক।
বিশ্বরঙ
ছেলেদের লাল ও সবুজ পাঞ্জাবি, কোটির ডিজাইনে ফুল, পাতা ও কাঁথা ফোঁড় সেলাইয়ের মাধ্যমে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। পাওয়া যাবে স্বাধীনতা দিবসের বিশেষ মোটিফের টি-শার্ট। মেয়েদের শাড়িতে লাল-সবুজ রঙের বৈচিত্র্য যোগ ক🍌রা হয়েছে। শাড়ির জমিন, পাড় ও ব্লাউজে আনা হয়েছে নতুনত্ব। পাওয়া যাবে বিশেষ ডিজাইনে♑র উত্তরীয়।
কে ক্রাফট
মেয়েদের শাড়ির আঁচলে ১০টি দেশাত্মবোধক গানের লাইন ফুটিয়ে তোলা হয়েছে। শাড়ির জমিনেও থাকছে লাল-সবুজসহ একাধিক রং। লাল-সবুজ ব্লাউজের ডিজাইনেও নতুনত্ব আনা হয়েছে।ꩲ মেয়েদের টপেও রয়েছে একই থিম। ছেলেদের পাঞ্জাবি ও টি-শার্টের জমিনে লাল-সবুজে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের মানচিত্র। সময় ও আবহাওয়ার কথা মাথায় রেখে এসব পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে আরামদায়ক কাপড়।
অঞ্জন’স
সবুজ শাড়ি ও আঁচলের ডিজাইনে রয়েছে নান্দনিক কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে ম্যাচিং ব্লাউজেও রাখা হয়েছে লাল-সবুজ রং। সঙ্গে পাওয়া যাবে ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের থ্রিপিস ও ওয়ানপিস। সবুজ রঙা পাঞ্জাবি, ওয়ানপিস ও থ্রিপিসেও রয়েছে স্বাধীনতা দিবসের আমে🦹জ।
মেঘ
স্বাধীনতা দিবসকে সামনে রেখে মেঘে আছে দারুণ সব টি-শার্ট। লাল-সবুজ টি-শার্൲টের মাঝে আছে বাংলাদেশের মানচিত্র। কাপল সেটও রাখা হয়েছে এখানে। তাছাড়া বাচ্চাদের জন্য রয়েছে আরামদায়ক কটোন টি-শার্ট। মেয়েদের জন্য মেঘের বিশেষ আকর্ষণে এবছর থাকছে স্টিচ ও আনস্টিচ কামিজ, কুর্তি। আর সবকিছুতেই আছে লাল-সবুজের ছোঁয়া।