গরমের সময়ে বাড়িকে পোকা-মাকড়মুক্ত রাখার জন্য কিছু কাজ করতে হবে। কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে এই সমস্যার সমাধান করতে পারেন। তবে সেসবের বদলে প্রাকৃতিক উপায় বেছে নেওয়াই উত্তম। কারণ এতে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া থাকে না। চলুন জেনে নেওয়া যাকꦦ প্রাকৃতিক উপায়ে কীভবে ঘর পোকা-মাকড়মুক্ত রাখবেন—
এসেন্সিয়াল অয়েল
পেপার💮মিন্ট, ল্যাভেন্ডার এবং টি ট্রি অয়েলের মতো কিছু এসেন্সিয়াল অয়েল প্রাকৃতিকভাবে পোকা-মাকড় প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। ঘরের দরজা, জানালা এবং অন্যান্য প্রবেশ পয়েন্টের চারপাশে স্প্রে করুন।
রসুন
রসুনের কয়েকটি কোয়া থেঁতো করে পানির সঙ্গে মিশিয়ে পোকা-মাকড় দূর করার প্রাকৃতিক স্প্রে তৈরি করুন। রসুনের তীব্র গন্ধ পোকামাকড় তাড়ানোর জন্য সুপরিচিত। এই স্প্রে ব্যবহার করলে গরমে পোকা-মাকড় থেকে বাড়িকে মুক্ত ♔রাখতে পারবেন𒈔।
ভিনেগার
সমপরিমাণ ভিনেগার এবং পানি নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ পোকা-মাকড় দূর করা꧙র প্রাকৃতিক স্প্রে হিসাবে ব্যবহার করা যেতে পারে। ভিনেগারের তীব্র গন্ধ পোকা-মাকড় তাড়িয়ে দেয়। এটি বেশিরভাগ স্থানে ব্যবহারের জন্য নিরাপদ।
দারুচিনি
বাড়ি🌄তে ঢোকার জায়গায় পোকা-মাকড় বেশি আসে তার চারপাশে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দেওয়া যেতে পারে। দারুচিনির তীব্র গন্ধ পিঁপড়া এবং অন্🎶যান্য পোকামাকড় তাড়ানোর জন্য কার্যকরী।
সাইট্রাস ফলের ব্যবহার
লেবু এবং কমলার মতো সাইট্রাস ফলের গন্ধ পোকা-মাকড় তাড়াতে দারুণ। লেবু বা কমলার রস ছেঁকে নিন। এরপর সেই রস পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার এই মিশ্রণ বাড়িতে স্প্রে করলে পোকা-মাকড় থেকে দূরে থাকꦺতে পারবেন।