• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসিয়াল করার পর যেসব কাজ করা যাবে না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৬:০১ পিএম
ফেসিয়াল করার পর যেসব কাজ করা যাবে না
ছবি: সংগৃহীত

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেকে ফেসিয়াল করেন।  ফেসিয়াল🉐ের পরে ত্বক খুব নরম ও সেনসিটিভ হয়ে𝐆 যায়। তাই তখন ত্বকের কিছু যত্ন নেওয়া প্রয়োজন হয। কিন্তু অনেকেই আছে যারা ফেসিয়াল করার পর এমন কিছু ভুল করেন যেগুলো ত্বকের লাবণ্য ফেরানোর পরিবর্তে লাবণ্য হারিয়ে ফেকাসে হয়ে যায় মুখের ত্বক। তাই ত্বকের যত্নে ফেসিয়ালের পর কিছু কাজ ভুলেও করা যাবে না।

স্ক্রাবিং করবেন না
ফেসিয়ালের পর ত্বক খুব সেনসেটিভ হয়ে ꦚযায়। তখন ত্বকের লোমকোপ গুলো উন্মক্ত থাকে। এ অবস্থায় আপনি যদি আবার স্ক্রাবিং করতে যান তাহলে ত্বকের কোষ মারাত্মকভাবে ক্ষতি হয়ে যায়। তাই ফেসিয়ালের করার সঙ্গে সঙ্গে না, কিছুদিন পর স্ক্রাবিং করুন।

ভুরু প্লাক করবেন না
ফেসিয়ালের পর ভুরু প্লাক করবেন না। কারণ ফেসিয়ালের൲ পর ত্বকের উপরিভাগ নরম থাকে যার ফলে এই সময় ভ্রু প্লাক করলে ত্বকের প্রদাহ💧 আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

নতুন কোন প্রডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন
যেহেতু ফেসিয়🐬ালের পর ত্বক খুব সেনসেটিভ হয় তাই নতুন করে কোন বিউটি প্রডাক্ট দিয়ে ত্বকের এক্সপেরিমেন্ট করতে যাবেন না। এতে ত্বকের সেল ডেমেজ হওয়া থেকে শুরু করে নানান সমস্যা দেখা দি📖তে পারে। ফেসিয়াল করার অন্তত ৪-৫ দিন পর বিউটি প্রডাক্ট ব্যবহার করা ভালো।

ত্বকে ​রোদ লাগাবেন না
ফেসিয়ালের পর রোদে গেলে ꧃রোদের অতি বেগুনি রশ্মির প্রভাবে স্কিনের উপরভাগ মারাত্বকভাবে পুড়ে যায়। এর ফলে ত্বকে নানা সমস্🐽যা তৈরি হতে পারে। তাই ফেসিয়ালের পর রোগে যাওয়া ঠিক না।

Link copied!