চুল পড়া কমবেশি সবারই সমস্যা। নতুন চুল না গজালে মাথায় টাক পড়তে শুরু হয়। শ্যাম্পু, কন্ডিশনার বদলেও কাজ হয় না। নতুন চুল গজাতে কিংবা চুল বৃদ্ধি করতে কতকিছুই না ব্যবহার করা হয়। তবুও যেন চুল বাড়তে চায় না। অথচ ঘরোয়া উপাদান ব্যবহার করেই সহজে চুল বাড়াতে পারেন। ঢ্যাঁড়শ পানি দিয়ে চুল ধুয়ে দেখুন। ಌতরতর করে বৃদ্ধি পাবে চুল।
বিশেষজ্ঞরা জানান, ঢ্যাঁড়শের ভিটামিন এবং পুষ্টি চুলের ফলিকলকে পুষ্ট করে। চুলের 🎀গোড়া শক্ত হয় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি করে। কারণ চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য উপাদান ফোলেট। যা কোষ বিভাজন এবং নতুন কোষ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ঢ্যাঁড়শের পানি নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। যা চুলের বৃদ্ধি বাড়ায়।
বিশেষজ্ঞরা ❀আরও জানান, ঢ্যাঁড়শের পানি ব্যবহারে চুল মজবুত হয়। 𓆉যাদের চুলের নিচের দিকে ফেটে যায় কিংবা দু মুখো হয়ে যায়, তারা নিয়মিত ঢ্যাঁড়শের পানি ব্যবহার করলে উপকার পাবেন। এটি মাথার ত্বকের খুশকি এবং চুলকানিও কমিয়ে দিতে সক্ষম।
স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য স্ক্যাল্পের যত্ন প্রয়োজন। ঢ্যাঁড়শের পানি প্রয়োজনীয় পুষ্টি এবং সুষম পিএইচ মাথার ত্বকের যত্ন নেয়। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য মাথার ত্বকের জ্বাꦅলা কমায়, ♊খুশকি দূর করে চুলের বৃদ্ধি করে।
এছাড়াও ঢ্যাঁড়শের পানি নিয়মিত ব্যবহারে চুল প্রাকৃতিকভাবেই চকচকে হয়ে উঠবে। এটি চুলকে হাইড্রেট রাখে। প🔯ুষ্টি সরবরাহ করে চুলের কিউটিকলকে মসৃণ করে। মসৃণ চুলে আলো প্রতিফলিত হয়ে আরও চকচক করে তোলে ঢ্যাঁড়শের পানি।