• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ত্বকের সৌন্দর্য ধরে রাখবে সজনে পাতার গুঁড়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:৩৭ পিএম
ত্বকের সৌন্দর্য ধরে রাখবে সজনে পাতার গুঁড়া
ছবি: সংগৃহীত

সজনে ডাটার মতো এর পাতাও স্বাস্থ্যের জন্য বিশেষ ไকরে ত্বকের জন্য উপকারী। ত্বকের বড় ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করে এই পাতা। একে মরিঙ্গা পাউডারও বলা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সম্পন্ন এই পাতায় আরও মেলে ভিটামিন এ, বি ১, বি ২, বি ৩, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস। সকালে পানিতে মিশিয়ে খেতে পারেন শজনে পাতার গুঁড়া। এতে ত্বকের নানান সমস্যা দূর হবে। যেমন-

ব্রণ দূর করে
অতিরিক্ত তেল ও মৃত কোষের জন্ཧয ত্বকে ব্রণ দেখꦓা দেয়। সজনেতে থাকা শক্তিশালী অ্যান্টি-এজিং উপাদান ত্বকে ব্রণ হতে বাধা দেয়। এছাড়া অতিরিক্ত তেল দূর করে ত্বককে সতেজ করে তোলে।

ত্বকের সিবাম উৎপাদন করে
ভিটামিন সমৃদ্ধ শজꦛনে পাতার গুঁড়া ত্বকের সিবাম উৎপাদন꧟ে সহায়তা করে।

বয়সের ছাপ দূর করে
সজনে পাতার গুঁড়া ত্বকের বলিরেখা এবং ত্বকের ক্ষত দূর করে। এছাড়🔜াও সজনে আমাদের ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং ত্বকের কুঁচকানো ভাব, বলিরেখা এবং বিভিন্ন দাগ ছোপ দূর করে আমাদের ত্বকের উজ্জ্বল বজায় রাখতে সাহায্য করে।

কালচে দাগ দূর করে
উচ্চমাত্রার ভিটামিন সি রয়েছে সজনে পাতায়। যা আমাদের ত্বকের কালো দাগ দ🔴ূর করতে সাহায্য করে।

যেভাবে বানাবেন সজনে পাতার গুঁড়া
সজনে পাতা গাছ থেকে ছিড়ে শুকিয়ে নিন🌟। মচেমচে হয়ে এলে ব্লেণ্ডার বা শিল পাটায় বেটে গুঁড়া করে নিন। তারপর কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন।

ব্যবহার
পানিতে এই গুঁড়া মিশিয়ে ফুটান ৩ থেকে ৪ মিনিট। এরপর ছেঁকে পান করুন। 
ক্রাবার হিসেবে ত্বকে ব্যবহার করতে ওটসের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ ক🌸রে ধুয়ে ফেলুন। উপকার পাবেন

Link copied!