• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতের আগে পোশাক ও লেপ-কম্বলের যত্ন নেবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১১:৪৭ এএম
শীতের আগে পোশাক ও লেপ-কম্বলের যত্ন নেবেন যেভাবে

শীতের বাতাস আগমনী বাতাস হালকাভাবে লাগছে গায়ে। প্রকৃতি জানান দিচ্ছে শীত আসতে আꦑর বেশি দেরী নেই। তাই বছর ঘুরে আবারো তোড়জোড় শুরু হবে তুলে রাখা কাঁথা কম্বল নামানোর। 

লেপ-কম্বল, সোয়েটার, মাফলার, শাল, চাদর, কানটু꧅পি, হাত মোজা ও পা মোজা সবই বের করে ধোয়ামোছার এটাই🐠 উপযুক্ত সময়। তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে শীতের কাপড় পরিষ্কার করবেন-

সোয়েটার, মাফলার বা উলের তৈরি যেকোনো জামাকাপড় পরার আগে ধুয়ে নেওয়াই ভালো। এক্ষেত্রে লন্ড্রিতে না দিয়ে হালকা সাবানে উলের পোশাক ধুয়ে নেবেন স্বাভাবিক পানিতে।&ꦉnbsp;

এ সময় অন্য পোশাক একসঙ্গে ধুবেন না।  গরম পানিতে ও কড়া ডিটারজেন্টে উলের পোশাক ভেজাবেন না। সাবধানে অল্প ঘ🤪ষে পানি বদলে ধ⛄ুয়ে নেবেন। 

বেশি নিংড়ানোর প্রয়োজন নেই,ཧ শুকনা পুরোনো তোয়ালেতে মুড়ে শুষে নিন বাড়তি পানি। আর কড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না, কারণ রঙ উঠে যেতে পারে।

লেপ-কম্বলের ক্ষেত্রে আপনি কড়া রোদে দিতে পারেন। বরং 𒆙কড়া রোদই ভালো এগুলোর জন্য। তবে সপ্তাহে অন্তত ১-২বার লেপের কভার বদলে নিন। কম্বল যদি তুলার না হয়, সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে হালকা কেচে নিতে পারেন।

Link copied!