শীতের বাতাস আগমনী বাতাস হালক🐈াভাবে লাগছে গায়ে। প্রকৃতি জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরী নেই। তাই বছর ঘুরে আবারো তোড়জোড় শুরু হবে তুলে রাখা কাঁথা কম্বল নামানোর।
লেপ-কম্বল, সোয়েটার, মাফলার, শাল, চাদর, কানটুপি, হাত মোজা ও পা মোজা সবই বের করে ধোয়ামোছার এটাই উপযুক্ত সময়। তা🌞ই চলুন জেনে নেওয়া যাক কীভাবে শীতের কাপড় পরিষ্কার করবেন-
সোয়েটার, মাফলার বা উলের তৈরি যেকোনো জামাকাপড় পরার আগে ধুয়ে নেওয়াই ভ🌸ালো। এক্ষেত্রে লন্ড্রিতে না দিয়ে হালকা 🎉সাবানে উলের পোশাক ধুয়ে নেবেন স্বাভাবিক পানিতে।
এ সময় অন্য পোশাক একসঙ্গে ধুবেন না। গরম পানিতে ও কড়া ডিটারজেন্টে উলের পোশাক ভে𓄧জাবেন না। সাবধানে অল্প ঘষে পানি বদলে ধুয়ে নেবেন।
বেশি নিংড়ানোর꧋ প্রয়োজন নেই, শুকনা পুরোনো তোয়ালেতে মুড়ে💞 শুষে নিন বাড়তি পানি। আর কড়া রোদে এই ধরনের জামাকাপড় শুকাতে দেবেন না, কারণ রঙ উঠে যেতে পারে।
লেপ-কম্বলের ক্ষেত্রে আপনি কড়া 🤡রোদে দিতে পারেন। বরং কড়া রোদই ভালো এগুলোর জন্য। তবে সপ্তাহে অন্তত ১-২বার লেপের 🅠কভার বদলে নিন। কম্বল যদি তুলার না হয়, সেক্ষেত্রে পানিতে শ্যাম্পু মিশিয়ে হালকা কেচে নিতে পারেন।