• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওজন কমাতে যেভাবে খাবেন ডালের কাবাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৩, ০১:৩৯ পিএম
ওজন কমাতে যেভাবে খাবেন ডালের কাবাব

ডালে প্রোটিনের পরিমাণ থাকে অনেক বেশি। যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পুষ্টিবিদরা বলেন, ওজন ঝরাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে বেশি করে ডাল খেতে। তবে একই রকম পদ্ধতিতে ডাল খেতে কত আর ভালো 🦩লাগে। তাই মাঝেমাঝে স্বাদ বদল করতে পারেন মুসুর ডালের কবাব বানিয়ে। চলুন জেনে নিই রেসিপি—

যা যা লাগবে

মুসুর ডাল ১ কাপ
পনির আধ কাপ
পাউরুটির গুঁড়া ২ টেবিল চামচ
আদা বাটা ১ চা চামচ
কাঁচামরিচ বাটা
লবণ স্বাদমতো
তেল ২ টেবিল চামচ
পুদিনাপাতা আধ কাপ


যেভাবে বানাবেন

মুসুর ডাল ভাল করে ধুয়ে, ভিজিয়ে রাখুন। ঘণ্টা দুয়েক পর প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে ভালো করে চটকে মেখে নিন🎀। এবার দিয়ে দিন পনির, আদা, কাঁচা লঙ্কা বাটা, পাউরুটির গুঁড়ো এবং পুদিনা পাতা। মসৃণ একটি মণ্ড তৈরি করুন। সেখান থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে কাবাবের আকার💦ে বানিয়ে নিন। সবশেষে ননস্টিক প্যানে তেল গরম করে নিন। কবাব সেঁকে নিয়ে গরম গরম পরিবেশন করুন। হয়ে গেল ডালের কাবাব।

এইভাবে খেলে ডালের প্রতি আকর্ষন রেড়ে যাবে দ্বিগুণ।

Link copied!