বর্ষায় বাতাসের আর্দ্রতা বাড়তেই থাকে। এটি বায়ুমণ্ডলকে ไআর্দ্র ও স্যাঁতসেঁতে করে তোলে। এই আবহাওয়ার প্রভাব সরাসরি পড়ে আমাদের রান্নাঘরে থাকা বিভিন্ন উপকরণে। এগুলোর মধ্যে লবণ এবং চিন🅠ি সবচেয়ে বেশি প্রভাবিত হয়। বর্ষাকালে এই উপাদানগুলো সংরক্ষণ করার জন্য কিছু উপায় জানা থাকলে ভালো। চলুন জেনে নেওয়া যাক-
চাল রেখে দিন
লবণ এবং চিনির আর্দ্রতা শোষণ রোধ করার জন্য এটি সবচেয়ে কার্যকর উপায়গুলোর মধ্যে একটি। চাল প্রাকৃতিক ডেসিক্যান্টের মতো কাজ করে এবং অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে। লবণ কিংবা চিনির কৌটায় কিছু চা𒆙ল ছিটিয়ে রাখুন। বড় পাত্রের ক্ষেত্রে চাল একটি পুঁটলি করে পাত্রের ভেতরে রেখে দিন।
কফি বিন রাখুন
কফি বিন চালের মতোই অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে সাহায্য করে। সবচেয়ে ভালো বিষয় হলো, লবণ এবং চিনি কফির স্বাদ গ্রহণ করেꦿ না। যে কারণে এগুলো দিয়ে খাবার তৈরিতে কোনো সমস্যা হয় না।
লবঙ্গ রাখুন
লবঙ্গ অতিরিক্ত আর্দ্রতা শোষণ করতে এবং লবণ ও চিনির গুণমান রক্ষায় সাহায্য করে। তবে এভাবে রাখলে লবণ বা চিনিতে লবঙ্গের গন্ধ যোগ হতে প꧒ারে। তাই লবণ বা চিনির পাত্রে রাখ🅰ার আগে লবঙ্গগুলোকে এক টুকরো কাপড়ে মুড়িয়ে তারপর রাখুন।
রাজমা যোগ করুন
আপনি কি জানেন যে শুকনো রাজমা বর্ষাকালে লবণ এবং চিনির গুণমান রক্ষা করতে সাহায্য করে? ঠিক শুনেছেন। এটি কফি বিনের মতো কাজ কর♚ে এবং হাইগ্রোস্কোপিক, যার অর্থ এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করার ক্ষমতা রাখে𝔉।
শীতল এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন
বর্ষাকালে লবণ ও চিনি ভালো রাখার জন্য এর পাত্রটি কোথায় রাখছেন তাও গুরুত্বপূর্ণ। যদি স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখেন তবে খুব দ্রুতই তা নষ্ট ꦜহতে শুরু করবে। এর বদলে শীতল ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। অতিরিক্ত সূর্যালোক বা আর্দ্রতা থেকে দূরে রাখলে তা দীর্ঘ সময়ের সুরক্ষিত রাখবে।