করোনার লকডাউন পরিস্থিতিতে স্বাভাবিক🍬 ভাবেই গৃহবন্দী হয়েܫছেন সবাই। তবে কাজ তো আর থেমে থাকে নি। ঘরে বসেই অফিসের কাজ করতে হয়েছে বেশিরভাগ মানুষের। সেই ধারা এখনও রয়েছে অনেক প্রতিষ্ঠানে। দেশের জরুরি কোন পরিস্থিতি পড়লেই তাদরে কর্মীদের হোম অফিস দিয়ে দেন প্রতিষ্ঠানগুলো। আবার কারও কোনও সমস্যা হলেও অফিসে বসে কাজ করতে পারেন তিনি। হোম অফিস মানে বাসায় বসে অফিসের কাজ করা। তবে অফিসের কাজের সঙ্গে যুক্ত হয় আবার বাসার কাজও। সব মিলিয়ে বেশ চাপেই পড়তে হয়। তখন কোন রকম ভুলভ্রান্তি হলে বস মনে করেন কাজে ফাকি দিচ্ছেন। তবে অফিসে বসে কাজ করার সময় কিছু বিষয় অনুসরণ করলে সহজেই বসকে খুশি রাখা যায়।
- কাজে বসার সঙ্গে সঙ্গেই বসের সঙ্গে যোগাযোগ করুন। কি কি কাজ করতে হবে জেনে নিন। সব কাজের পরিকল্পনা করে বসকে অবহত করুন। কোন কাজ আগে করবেন আর কোনটি পরে সেটা বসের সঙ্গে পরামর্শ করুন। কাজের ফাঁকে ফাঁকেও যতটুকু সম্ভব যোগাযোগ করুন।
- কোনও প্রতিষ্ঠান ওয়ার্ক ফর হোম দিলে প্রতিদিনই একটি ভিডিও মিটিং করে কর্মীদের নানান দিক নির্দেশনা দিয়ে থাকেন। আপনি যদি হোম অফিস করেন তাহলে সেই ভিডিও মিটিংয়ে অবশ্যই সঠিক সময়ে উপস্থিত থাকুন। মিটিংয়ে অংশ নিন। বসের নির্দেশনা সঠিক ভাবে শুনুন।
- বাসায় বসে কাজ করলেও বেশিরভাগ সময় অফিসের কাজে মন দিন। কাজ করতে গিয়ে অন্য কিছু শুরু করলেন ফরে অফিসের কাজের সময় বেশি ব্যয় হবে তাতে বস ভাববে আপনি সময় নষ্ট করছেন। তাই অফিসের কাজ ঝটপট করুন। নির্ধারিত কাজের মধ্যে কাজ শেষ করুন।
- ঝটপট কাজ করলেও চেষ্টা করতে হবে নির্ভূল কাজ করার। কাজের মধ্যে ভুলভ্রান্তি হলে আপনার বস ভাববে আপনি অন্য কাজে ব্যস্ত তাই ভুল হচ্ছে। সেক্ষেত্রে বসের কাছে ইমেজ নষ্ট হবে, অখুশি হবে।
- হোম অফিস করলেও নাশতা এবং খাবারের বিরতি নিতে হয়। সেক্ষেত্রে আপনি কখন ব্র্যাক নিচ্ছেন আর ব্রেক শেষে কাজে কখন বসছেন সেটা বসকে জানিয়ে রাখুন। এতে বসের সঙ্গে কানেকশন থাকবে। তবে খেয়াল রাখবেন অফিসের কাজের সময়ে অন্য কাজ করবেন না।
- কাজ নিয়ে যে কোনও সমস্যা বা জটিলতায় বস্ ও সহকর্মীদের সঙ্গে কথা বলুন। জটিলতা পুষে রেখে রেখে পরে ভুলভ্রান্তি হলে বসের রোষের মুখে পড়তে হবে। তাই সমস্যায় পড়লে অবশ্যই সবার সঙ্গে আলোচনা করে কাজটি করুন। এতে বস ভুল বুঝবে না।