• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিলিকনের তৈজসপত্র থেকে তেলতেলে ভাব দূর করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:০৭ পিএম
সিলিকনের তৈজসপত্র থেকে তেলতেলে ভাব দূর করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

কাঁচ, অ্যালুমোনিয়ামের সঙ্গে পাল্লা দিয়ে সিলিকনের তৈজসপত্রে ব্যবহার বাড়ছে রান্না ঘরে। বিশেষ করে শিশুদের জন্য বেশি ব্যবহার করা হয় সিলিকনের চামচ, বাটি বা প্লেট। আবার ননস্টিকের হাড়িতে যারা রান্না💧 করেন তারাও সিলিকনের তৈজস ব্যবহার করে থাকে। আর যেহেতু রান্নাঘরে তেলের ব্যবহার হয় বেশি তাই জিনিসপত্র তৈলাক্ত হয় বেশি। এক্ষেত্রে সিলিকনের জিনিসপত্র থেকে তেলতেলে ভাব দূর করার কিছু টিপস দেওয়া হলো-

গরম পানি
সিলিকনের তৈজসে থেকে তেলতেলে ভাব দূꦰর ক𒐪রতে একটি বড় পাত্রে গরম পানি নিন। এতে মিনিট পাঁচেক সিলিকনের জিনিসপত্র ভিজিয়ে রাখুন। তাতে তেলতেলে ভাব দূর হবে।  

কর্নফ্লাওয়ার
তেলের দাগ তুলতে কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিস ওয়াসার মিশিয়ে নিন। মিশ্র🎃ণটি দাগের উপর ঢেলে দিন। পাঁচ মিনিট রেখে ঘঁষে পরিষ্কার করে নিন।

ভিনেগার
২ টেবিল চামচ ভিনেগার, ১ চা চামচ বেকিং সোডা এবং বাসন মাজার তরল সাবান একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণে ৩০ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়😼ে ফেলুন। এতে তেল চিটচিটে ভাব দূর হয়ে সিলিকনের জিনিসপত্র হয়ে উঠবে ঝকঝকে।

Link copied!