সব নারীরই লিপস্টিকের প্রতি প্রেম রয়েছে। ঠ🍬োট না রাঙালে যেন সাজই অপূর্ণ থেকে যায়। পার্টি বা উত্সব আয়োজনে লিপস্টিক কেনার জন্যও থাকে আলাদা বাজেট। কারণ যেকোনো পোশাকের সঙ্গেই মানানসই লিপস্টিক তো লাগাꦉতেই হয়। অনেকের আবার একটি রঙের লিপস্টিক প্রতি আকর্ষণটা বেশি থাকে। বলা যায়, প্রিয়ে রঙের লিপস্টিকই প্রতিদিন লাগিয়ে বের হবেন।
অতীতেও লিপস্টিকের ক🍨দর ছিল। দিন বদলেছে। লিপস্টিকে আধুনিকায়ন হয়েছে। হরেক রঙের লিপস্টিক এখন বাজারে পাওয়া যায়। সেই সঙ্গে লিপস্টিকের ধরণেও এসেছে বদল। লিকুইড লিপস্টিক, পেনসিল লিপস্টিক, ম্যাট লিপস্টিকসহ কত ধরণেই ব্র্যান্ডের লিপস্টিক ♋এখন নারীদের মুগ্ধ করে।
অনেকেই নিজের পছন্দসতো লিপস্টিকের রং বেছে নেন। কেউ গাঢ় লিপস্টিক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার কেউ সব সময় হালকা রꦺঙের লিপস্টিককে প্রাধান্য দেন। জানেন কি, পছন্দের রঙের ওই লিপস্টিক আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে।
বিশেষজ্ঞরা জানান, যারা লাল রঙের লিপস্ট﷽িক পর🍨তে পছন্দ করেন তারা সাহসী হোন। স্বাধীনচেতা হন। অনেক বেশি উদ্যমী হন।
অনেকে আবার হালকা গোলাপি রঙের লিপস্টিক বেছে ন﷽েন। তারা সাধারণত অনেক আবেগী। কঠিন পরিস্থিত বা কারও কঠিন কথা মেনে নিতেও পারেন না। অল্পকে মন খারাপ করেন এবং অন্যের কথায় দ্রুত কষ্ট পান।
হালের ফ্যাশনে অনেক তরুণীর ব্রাউন শেডের লিপস্টিক পছন্দ। বিশেষজ্ঞরা বলেন, যারা সমাজের উল্টো স্রোতে হাঁটতে ভালোবাসেন, তারাই ব্রাউন শেডে﷽র লিপস্টিক পছন্দ করেন। তারা সাহসী হন এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন।
ন্যুড শেডের লিপস্টিকও হালের ফ্যাশনে জনপ্রিয়। যারা শান𒉰্তিপ্রিয় এবং সৌন্দর্য নিয়🐬ে সচেতন তারা এই শেডের লিপস্টিক পছন্দ করেন।
বিশেষজ্ঞরা আরও 🌼জানান, গাঢ় রং বা একটু ভিন্ন রঙের লিপস্টিক যাদের পছন্দ তারাও সাহসী হন। তারা নিজের লক্ষ্য অর্জনে দৃঢ়🌼 প্রতিজ্ঞ থাকেন। যেকোনো পরিস্থিতি সামলে নিতে জানেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া