• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ১৯ ভাদ্র ১৪৩১, ২৯ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শিশুকে সবার সঙ্গে খাওয়ার অভ্যাস রপ্ত করাবেন যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৬:২৪ পিএম
শিশুকে সবার সঙ্গে খাওয়ার অভ্যাস রপ্ত করাবেন যে কারণে
ছবি: সংগৃহীত

শিশুর বয়স দুই বছর পার হলে তখন থেকেই কিছু বিষয় খেয়াল জরুরি। শিဣশুকে সবার সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার অভ্যাস করা উচিত। কারণ সবার সঙ্গে একই টেবিলে বসে খাবার খাওয়ার মাধ্যমে বেশ কিছু বিষয় শিখে শিশুরা। যেমন-

  • সবার সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার মাধ্যমে শিশু টেবিলের আদবকায়দা শিখবে। সবার সঙ্গে খাওয়ার অভ্যাস গড়ে উঠবে। এরপর কারও বাড়িতে গেলে বা রেস্তোরাঁয় গেলে, নিজে থেকেই সেই নিয়ম মেনে চলবে।
  • সবার সঙ্গে খেলে শিশু অনেক সময়েই নিজের হাতে বাটি থেকে খাবার নেবে। এভাবে সে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
  • সবাই এক সঙ্গে খাবার খেতে বসলে বেশিরভাগ সময়েই অনেক গুলো খাবার থাকে। যেখান থেকে সে নিজে পছন্দ মত খাবার গ্রহণ করে করতে পারে। এতে আপনার সন্তান স্বনির্ভর, আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
  • সবার সঙ্গে খাওয়ার ফলে খাবার ভাগ করে খেতে শিখবে। এতে শিশু মানবিক হয়ে উঠবে।
  • অনেক শিশুর টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখে খাওয়ার অভ্যাস। সকলের সঙ্গে বসে খেলে আর মোবাইল বা গ্যাজেটও চাইবে না, টিভিও দেখবে না।
  • যদি কোনও পদ তার অপছন্দেরও হয়, তা হলেও তা চেখে দেখার প্রতি আগ্রহ তৈরি হবে যদি তাকে সবার সঙ্গে টেবিলে খেতে বসান।
  • আপনার শিশু সৌজন্যবোধ শিখবে যদি তাকে টেবিলে খেতে বসান। কারণ সবাই যখন একসঙ্গে খেতে বসবেন তখন রান্না ভাল কেউ তা প্রশংসা করে। সেটা দেখে শিশুও শিখবে।
Link copied!