• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্ব নগরবাদ দিবস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৩:৫৪ পিএম
বিশ্ব নগরবাদ দিবস

৮ নভেম্বর, সোমবার 'ওয়ার্ল্ড আরবানিজম ডে' বা 'বিশ্ব নগরবাদ দিবস'। এই দিবসটি "বিশ্ব শহর পরিকল্পনা দিবস" নামেও পরিচিত। সারাবিশ্বই এখন নগর সভ্যতায় রমরমা। এই নগরকে পরিকল্পনার ছকে নিয়ে আসার উদ্দেশ্যেই পালিত হয় দিবসটি। 

চারটি মহাদেশের ৩০টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ সিটি অ্যান্ড রিজিওন্যাল প্ল্যানার্স' এই 'ওয়ার্ল্ড আরবানিজম ডে' পালন করে।

শহর তো বাড়ছেই। অপ্রতিরোধ্য ভাবে বাড়ছে। ক্রমবর্ধমান শহর যাতে আরো একটু পরিকল্🌟পনামাফিক হয় এবং আরও সুচিন্তিত ও সুশ্রী হয় তা খেয়াল রাখাই এই দিনটির লক্ষ্য। 

শুধু তাই নয়, বর্ধি🅺ত এই নগর পরিবেশের উপরও যেন চাপ না ফেলে সেদিক🔴েও সচেতনতা বাড়ানো এই দিনটির কাজ।

১৯৪৯ সালের এই দিন দিবসটির প্রথম উদযাপন শুরু হয়। 🔯;ইউনিভার্সিটি অফ বুয়েনস এয়ার্সের প্রয়াত অধ্যাপক কার্লস মারিয়া ডেলা পাওলেরা দিবসটির কথা ভাবনায় আনেন। এরপরই দিনটি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়।

বিশ্ব নগরবাদ দিবস, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে নগর পরিকল্পনাকে দেখার একটি চমৎকার সুযোগ উপস্থাপন করে। যা শহরের উন্নয়নে পরি♎বেশগত প্রভাবের দিকেও দৃষ্টি আকর্ষণ করে।

Link copied!