• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাসপাতাল ছাড়ল বিশ্বের সবচেয়ে ছোট নবজাতক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৪:৪৬ পিএম
হাসপাতাল ছাড়ল বিশ্বের সবচেয়ে ছোট নবজাতক

১৩ মাসের নিবিড় পরিচর্যার পর বাড়ী ফিরল বিশ্বের ‘সবচেয়ে ছোট নবজা🦩তক’ হিসেবে পরিচিত শিশুটি। বিবিস জানায়, সোমবার (৯ আগস্ট) সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে ছাড়ꦍা পায় সে।

ভূমিষ্ঠ হওয়ার পর কেক ইউ জুয়ানের ওজন ছিল মাত্র ২১২গ্রাম। যা একটি আপেলের ওজনের প্🉐রায় সমান। উচ্চতা মাত্র ছিল ২৪ সেন্টিমিটার।

মাতৃগর্ভে মাত্র ২৫ সপ্তাহ থাকার পরই ভূমিষ্ঠ হয় কন্যা শিশুটি। এর আগে সবচেয়ে ছোট নবজাতকের রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রে ২৪৫ গ্রাম ওজনের একটি কন্যা শিশু। আইওয়া বিশ্ববিদ্যালয়ের টিনিয়েস্ট ব❀েবিজ রেজিস্ট্রি থেকে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

ইউ-জুয়ানের মায়ের উচ্চ রক্তচাপজনিত রোগ প্রি-এক্ল্যাম্পসিয়া ধরা পড়ার পর নির্ধারিত সমযꦡ়ের চার মাস আগেই সার্জারির মাধ্যমে তাকে ভূমিষ্ঠ করা হয়।ಞ মা ও শিশুর উভয়ের জন্যই এই রোগ মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা।

বর্তমꩵানে ইউ জুয়ান অনেকটাই স🦹ুস্থ। ওজন ছয় দশমিক তিন কেজি।

Link copied!