• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ অচল : কাতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০২:৪৩ পিএম
রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ অচল : কাতার

রাশিয়ার গ্যাস ছ♋াড়া ইউরোপ অচল বলে মন্তব্য করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিদা আল-কাবি। এছাড়া পশ্চিমা বিশ্বে গ্যাস সরবরাহ��ের জন্য রাশিয়ার বিকল্প পাওয়াও ‘দুঃসাধ্য’ বলে জানান তিনি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন কাতারের জ্বালানি মন্তꦬ্রী সাব আল-কাবি।

অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে আল-কাবি বলেন, “বিশ্ববাজারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রাকৃতিক𝐆 গ্যাস রাশিয়া সরবরাহ করে। ইউরোপের জন্য রাশিয়ার গ্যাসের বিকল্প পাওয়া ব্যবহারিকভাবেই অসম🍎্ভ।”

কাতারের জ্বালানি মন্ত্রীর কাছে অ্যান্ডারসন জানতে চান রাশিয়ার ওপর তাদের নিষেধাজ্ঞা দেওয়ার কোন পরিকল্পনা আছে কিনা। জবাবে ꦺমন্ত্রী বলেন, “রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা নেই কাতারের। জ্বালানিকে রাজনীতির বাইরে রাখা উচিত।”

ইউক্রেনে রুশ সামরিক♌ অভিযান শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক অবরোধ দিয়েছে পশ্চিমারা। পশ্চিমাদের অবরোধের প্রেক্ষিতে প্রাকৃতিক গ্যাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে মস্কো। এ জন্য রুশ মুদ্রার ✅মান পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে দেশটি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, বৈদেশিক মুদ্রায় আস্থা হারিয়েছে তারা। তাই ইউক্রেন ইস্যুতে রুশ🍷বিরোধী অবস্থান নেওয়া দেশগুলোকে রুশ মুদ্রা রুবলের মাধ🥃্যমে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।

এরপরই ঘুরে দাঁড়ায় রুবল। বুধবারই সর্বশেষ তিন সপ্তাহে ডলারের বিপরীতে রুশ মুদ্রার দাম সর্বোচ্চ হয়েছে। এরই মধ্যে ১ ডলারের বিপরীতে ১০০-এর নিচে নেমে ৯৫-এ স্থির হয়েছে রুবল। ইউরোর বিপরীতেও দাম বেড়েছে ৩.৫ শতাংশ। প্রতি ইউর🤪ো এখন বিনিময় হচ্ছে ১১০.৫ রুবলে।

Link copied!