• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৫:০২ পিএম
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার ক্ষমতা স্থগিতের আদেশ দিয়েছꦍে দেশটির আদালত। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে পর্যালোচনার (রিভিউ) জন্য বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে বুধবার এ রায় দেওয়া হয়।

২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রয়🥂ুথ। এবছর তার আট বছরের মেয়াদ শেষ হয়েছে দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধ💙ী দলগুলো।

মামলার রাꦫয়ে পদচ্যুত হতে পারেন প্রধানমন্ত্রী। আদালতের বিবৃতিতে বলা হয়, বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রয়ুথকে পদ থেকে বরখাস্ত করতে সম্মত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হ🔜য়েছে, “যতক্ষণ না আদালত পরবর্তী রায় দেন, ততক্ষণ সংখ্যাগরিষ্ঠ ভোটে ২৪ আগস্ট থেকে প্রায়ুথের প্রধানমন্ত্রী পদ স্থগিত করা হচ্ছে।”

প্রয়ুথ তার মেয়াদ সীমা অতিক্রম করে সংবিধান লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে পরবর্তী রায় দেবে𓆏 আদালত।

থাই আইন অনুযায়ী উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে প্রয়ুথের দায়িত্ব নিতে পারেন। তবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। যদিও আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন ꦐপ্রায়ুথ চান-ওচা।

 

Link copied!