• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জার্মানির কথায় ইউক্রেনকে অস্ত্র দিয়ে বিপাকে পোল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২২, ০৭:০৮ পিএম
জার্মানির কথায় ইউক্রেনকে অস্ত্র দিয়ে বিপাকে পোল্যান্ড

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর অনেক দেশই ইউক্রেনে সামরিক ও অর্থ সহায়তা পাঠিয়েছে। কিছুটা দেরি করলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জার্🐟মানিও তাদের ꦚসাহায্য করছে।

তবে জার্মানির কাছে যেসব আধুনিক অস্ত্র আছে তা ইউক্রেনের সেনারা চালাতে পারদর্শী নয়। তাই পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের দেশগুলোকে সোভিয়েত আমলে তৈরি সামরিক সরঞ্জাম পাঠাত⛄ে আহ্বান জানায় দে🅷শটি। বিনিময়ে তাদের অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র দেওয়ার কথা দেয় জার্মানি।

অথচ পোল্যান্ডসহ কয়েকটি দেশ তাদের অস্ত্র ইউক্রে🗹নকে পাঠালেও এর বিনিময়ে জার্মানি এখনও তাদের কোন সরঞ্জাম দেয়নি। এ নিয়ে জার্মানির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন পোল্যা🌠ন্ডের প্রেসিডেন্ট আনজেই দুদা। এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।

পোল্যান্ডের দাবি জার্মানি তাদের ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি পালন করছে না। আর জার্মানি বলছে, এত দ্রুত পোল্যান্ডে ভারি অস্ত্র সরবরাহ সম্ভব নয়। পোল্যান্ড তাদের কাছে সর্বাধুনিক লেপার্ড ট্যাংক দাবি করেছে বলেই দেরি হচ্ছে। কারণ জা𒀰র্মান সেনাবাহিনীর কাছেই এই মডেলের যথেষ্ট🍸 ট্যাংক নেই।

তাই ভুল বোঝাবুঝি এড়াতে মঙ্গলবার বার্লিনে দুই পক্ষকে বജৈঠকে বসার আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

 

 

Link copied!