• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৮:১২ পিএম
কানাডায় ১০ লক্ষ শূন্যপদ,  অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ

চাকরিজীবীদের অবসরের বয়স ঘনিয়ে আসা ও তরুণদের চাকরির প্রত꧅ি🙈 অনীহার কারণে কানাডায় চাকরিতে বাড়েছে শূন্যপদের সংখ্যা।

এনডিটিভির প্রতিবেদন ꦰবলছে, ২০২১ সালের মে মাস থেকে দেশটিতে শূন্যপদের সংখ্যা ৩ লাখেরও বেশি বেড়েছে। ফলে বর্তমানে দেশটিতে ১০ লাখেরও বেশি চাকরির পদ খালি রয়েছে।

এসব শূন্য পদ পূরণ করতে পারবে♌ন অভিবাসীরা। এমনকি কানাডায় তাদের স্থায়ী 🍬বসবাসের জন্য আবেদন করতে পারবেন।

২০২০ সালে মে মাসের শ্রমশক্তি সꦐমীক্ষায় কানাডায় শিল্প খাতে ক্রমবর্ধমান শ্রমিক ঘাটতি দেখা যায়। কানাডায় অভিবাসনের জন্য ক্রমবর্ধমান চাহিদার কারণও দেশটি কর্মীদের চাকরির ও অবসরে যাওয়ার বয়স কমিয়েছে।

২০২২ সালে কানাডা ৪.৩ লাখ স্থায়ী বাসিন্দাকে স্বাগত জানিয়েছে। যা দেশটির 💦এযাবতকালের সর্বোচ্চ 𝐆অভিবাসন হার।

আর ২০২🍌৪ সাল নাগাদ এই লক্ষ্যমাত্র🌠া ৪.৫ লাখের বেশি ধরা হয়েছে বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে বেকারত্বের হার কম থাকায় ও চাকরির সুযোগ বেশ💃ি থাকায় অভিবাসীদের জন্য কর্মসংস্থানের অবাধ সুযোগ রয়েছে। অতএব, আপনি যদি কানাডায় স্থাযܫ়ী বসবাসের জন্য আবেদন করতে চান তবে এখনই চেষ্টা করাটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ।

Link copied!