• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইতালিয়ান সংবাদপত্রের বিরুদ্ধে রাশিয়ার মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৭:৪৫ পিএম
ইতালিয়ান সংবাদপত্রের বিরুদ্ধে রাশিয়ার মামলা
ছবি : সংগৃহীত

ইতালির বিখ্যাত এক সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে একটি ‘অনাকাংখিত’ নিবন্ধ প্রকাশ করায় এ মামলা করা হয়েছে। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সার্গেই রেজভ 🌳এ মামলা দায়ের করেন।

শুক্রবার (২৫ মার্🅘চ) এ মামলা দায়ের করা হয়েছে বলে রয়টার্স এক প্রতিবেদনে 🥃জানিয়েছে।

মামলা করার পর আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত রেজভ বলেন, “তাদের প্রকাশিত নিবন্ধ সাংবাদিক𝓡তার আইন🐓 ও নীতিমালার পরপন্থি, এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না।”

ইতালির বহুল প্রচলিত দৈনিক পত্রিকা ‘লা স্টাম্পা&rsq♎uo; ২২ মার্চ এক নিবন্ধ প্রকাশ করে। যেটি রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে লেখা। নিবদ্ধটি শিরোনাম ছিল এরকম ‘স্বৈরশাসককে হত্যা করাই যদি একমাত্র বিকল্প হতো’।

যেখানে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে যদি সব চেষ্টা ব্যর্থ হয়, তবে একটাই সমাধান আছেไ। সেটা হলো কেউ একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করা।

এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানাতে পত্ꦺরিকাটির পক্ষ থেকে অসম্মতি জানানো হয়।

এই নিবদ্ধ নিয়ে ক্ষুব্দ হয়েছে মস্কো প্রশাসন। রুশ প্রেসিডেন্টকে হত্যা করতে ‘উস্কানি’ দেওয়া𝓰 হয়েছে বলে তাদের অভিযোগ।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে এক মাস পার হচ্ছে। রাশিয়ার দাব💜ি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা না পর্যন্ত অভিযা🎐ন চলবে। পশ্চিমাদের দাবি, মিথ্যা অভিযোগে অপ্ররোচিত যুদ্ধ চালাচ্ছে ক্রেমলিন।

Link copied!