দূষিত বায়ু নিয়ে বার বার বিশ্বের শীর্ষ স্থান দখলে নিচ্ছে বাংলাদেশসহ বহু দেশ। এসব দেশের দূষিত বায়ু কীভাবে 🍬বিশুদ্ধ করা যায়, তা নিয়ে চিন্তার শেষ নেই। তবে এবার সেই দুর্ভাবনায় সুসংবাদ নিয়ে এসেছে বিশ্বের বৃহত্তম উদ্ভিদভিত্তিক বায়ু শোধনাগার।
‘এয়ার ক্যাপচার প্ল্যান্ট’ নামের এই শোধন🐓াগার বায়ুমণ্ডল থেকে দূষিত বায়ু শুষে নেবে। তারপর রাসায়নিক উপায়ে তা থে🐟কে কার্বন বের করে আনবে। সেই বর্জ্য কার্বন পরে মাটির নিচে গভীরভাবে ইনজেকশন করা হবে। যাতে তা পুনরায় ব্যবহার করা যেতে পারে। অথবা এই বর্জ্য কার্বন ইনজেকটেড সলিড পণ্যে রূপান্তরিত হতে পারে।
বিস্ময়কর ও অতি জরুরি এই শোধনাগার তৈরি করেছে আই🌃সল্যান্ড।
যুক্তরাষ্ট্রের সღংবাদমাধ্যম সিএনএন নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, ‘ডাইরেক্ট এয়ার ক্যাপচার’ প্রযুক্তির মাধ্যমে দূষিত বাতাস শুষে নিয়ে রাসায়নিক পদার্থ ব্যবহার করে তা থেকে কার্বন বের করে দেওয়া হয়। পরে সেই কার্বন মাটির নিচে গভীরভাবে ইনজেকশন করা হয় যাতে পুনরায় ꦆব্যবহার করা যেতে পারে। অথবা ই🌳নজেকটেড সলিড পণ্যে রূপান্তরিত হতে পারে।
সুইস এয়ার ক্যাপচার প্ল্যান্ট কোম্পানি ক্লাইমওয়ার্কস⛄ ইতোমধ্যে ভূগর্ভস্থ কার্বন পরিবহনের পরিকল্পনা করেছে। যেখানে এটি প্রাকৃতিকভাবে পাথরে রূপান্তরিত হবে। কার্বনকে স্থায়ীভাবে আটকে রাখা যাবে। এতে পরিবেশে ক্ষতিকর কার্বনের পরিমাণ কমে আসবে। পুরো অপারেশনটি আইসল্যান্ডের পরিষ্কার জিওথার্মাল 🌸শক্তি দ্বারা চালিত হবে।