সেপ্টেম্বর🎃ে ইরানের রাজধানী তেহরান🎉ে ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার দুই মাস পেরোনোর আগেই নতুন কাণ্ডারি ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করেছে ইসরাইল।
পরপর দুইজন শীর্ষ নেতাকে হারানোর পর সিনওয়ারের উত্তরসূরি কে হচ্ছেন, কে ধরতে যাচ্ছেন হামাসের হাল—এ নিয়ে নানা জল🐭্পনা-কল্পনা শুরু হয়েছে।
হামাসের দুই কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়ে🌠ছে, গ্রুপের নেতা ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি বেছে নিতে অচিরেই আলোচনা শুরু হবে।
কর্মকর্তারা বলেছেন যে সিনওয൲়ারের ডেপুটি খলিল আল-হায়া এবং গাজার বাইরে গ্রুপের একজন সবচেয়ে সিনিয়র কর্মকর্তা শক্তিশালী প্রার্꧑থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
বর্তমানে কাতারে অবস্থানরত আল-হায়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনি🐷ধি দলের নেতৃত্ব দিয়ে থাকেন। তাকে গাজা 💙পরিস্থিতি সম্পর্কে গভীর জ্ঞান, সংযোগ ও বোঝাপড়ার অধিকারী বলে মনে করা হয়।
খলিল আল-হায়া গত আগস্ট থেকে হামাসের রাজনৈতিক ব্♏যুরোর ডেপুটি চেয়ারম্যান হিসেღবে দায়িত্ব পালন করেছেন, তিনি মরহুম সালেহ আল-আরৌরির উত্তরসূরি।
তেহরানে সাবেক নেতা ইসমাইল হানিয়াহ হত্যার মাত্র দুই মাস পর হামাস নেতারা গত বুধবার নিহত ইসরাইলের মোস্ট ওয়ান্টেড সিনওয়ারের উত্তরসূরি নির্বাচনের জন্🌺য আবার বৈঠকে বসতে যাচ্ছেন।
হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিনওয়ারকে ৭ অক্টোবরের হামলার স্থꦓপতি হিসেবে বর্ণনা করে জোর দিয়ে বলেছেন যে তার নিয়োগ ইসরাইলেꦍর বিরুদ্ধে একটি সাহসী বার্তা ছিল।
এদিকে জুলাই থেকে যুদ্ধবিরতি আ🍸লোচনা স্থবির হয়ে পড়েছে। অনেকে বিশ্বাস করেন যে সিনওয়ারের নেতৃত্ব যেকোনো যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বাধা ছিল।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্ত🅷া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে পুনর্ব্যক্ত করেছেন যে সিনওয়ারকে হত্যা করা সত্ত্বেও যুদ্ধবিরতি এবং ইসরাই🍌লি জিম্মিদের মুক্তির শর্ত বদলায়নি।
হামাস গাজা থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার, শত্রুতার অবসান, মানবিক সাহায্য হস্তান্তর এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের দাবি অব🧸্যাহত রেখেছে। তবে ইসরাইল এসব শর্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে হামাসকে আত্মসমর্পণ করতে হবে বলে জোর দিয়েছে।
হামাসকে অস্ত্র ও আত্মসমর্পণের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়🐭ামিন নেতানিয়াহু🃏র আহ্বান সম্পর্কে প্রশ্ন করা হলে হামাস কর্মকর্তারা প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাদের পক্ষে আত্মসমর্পণ করা অসম্ভব।’
তারা বলেন, “আমরা আমাদের জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছি। আমরা আত্মসমর্পণ মেনে নেব না। আমরা শেষ বুলেট ও শেষ সৈনিক পর্যন্ত লড়াই করব, ঠিক সিনওয়ার 🍰যেমনটি করেছেন।”
সিনওয়ারের হত্যাকাণ্ড কয়েক দশকের মধ্যে সংগঠনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতির একটি। তাকে তার স্থলাভিষিক্ত করা বড় চ্যালেঞ্জ। তবে, হামাসের ১৯৯০-এর দশক থেকে নেতৃত্ব হারানোর ই൲তিহাস রয়েছে।
ইসরায়েল হামাসের প্🍸রতিষ্ঠাতা শেখ ইয়াসিনসহ বেশিরভাগ নেতাকে হত্যা করতে সফল হলেও হামাসের নতুন নেতা খুঁজে বের করার সক্ষমতা♒ বেশি বলে প্রমাণিত হয়েছে।
এই সংকটের মধ্যে গাজায় বন্দী ইসরাইলি জিম্মিদের ভাগ্য এবং তাদের নিরাপত্💜তা ও সুরক্ষার দায় কার ওপর বর্তাবে হবে সে সম্পর্কিত প্রশ্নগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে।
এই 🔯প্রেক্ষাপটে ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি হামাসের অবশিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নেতৃত🌃্বে রয়েছেন এবং গাজার হামাসের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।
ফক্স নিউজ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমের সূত্রে জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে বুধবার নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার হামাসের পরবর্ত🌳ী প্রধান হতে পারেন।
মোহাম্মদ সিনওয়ার তার ভাই ইয়াহিয়া সিনওয়ারের চেয়ে ১৩ বছরের ছোট। তিনি ১৯৭৫ সালে খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পরে 🔯বাস্তুচ্যুত হয🌜়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল।
হামাস যখন এই সংকটময় মুহূর্ত পার করছে, তখনও গাজায় যুদ্ধ চল𝄹ছে।
শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েক ডজ🌃ন লোক নিহত হয়েছে। ইসরায়েলি সেনারা হামাস পুনঃসংগঠিত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এমন বিশ্বাস থেকে তাদের বিরুদ্ধে আক্রমণ তীব্র করেছে।
সূত্র : বাসস