• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কবে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানালেন বাবা ভাঙ্গা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১১:৩৭ এএম
কবে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানালেন বাবা ভাঙ্গা
ছবি : সংগৃহীত

প্রথম দুই বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে এখনো বের হতে পারেনি বিশ্ববাসী। কোনো দেশ কোথাও হামলা চালালে শঙ্কা তৈরি হয় আরেকটি বিশ্বযুদ্ধের। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কবে হবে, তা বলা কঠিন। যদিও এরই মধ্যে এ নিয়ে অনেক জ্যোতিষীই ভবিষ্যদ্বাণী করেছেন। এ তালিকায় সবচেয়ে আলোচিত বাবা ভাঙ্গা। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের স🗹ময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের এক জ্যোতিষী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মিডিয়াম নামের একটি ওয়েবসাইটে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন ভারতের জ্যোতিষী কুশাল কুমার। নিজের লিনকডইন আইডিতেও এ নিয়ে কথা ব༒লেন তিনি। 

কুশাল কুমার বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আর বেশিদিন নেই। মাত্র কয়ে🧔ক স𝕴প্তাহ বাকি। আগামী ১৮ জুন শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এর পেছনে বেশ কয়েকটি কারণও উল্লেখ করেন কুশাল কুমার। তিনি একজন বৈদিক জ্যোতিষী, যিনি গ্রহ ও নক্ষত্রের নড়াচড়া দেখে ভবিষ্যদ্বাণী করেন।  

কারণ জানাতে গিয়ে ভারতীয় এই জ্যোতিষী বলেন, ‘২০২৪ সালটা যুদ্ধপ্রবণ একটি সময়। বিশেষ করে গত ৮ মের পর এই যুদ্ধের প্রবণতা আরও বেড়ে যায়। কোরিয়া, চীন, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। অন্যদিকে ন্যাটো, রাশিয়া ও 🐻ইউক্রেন তো রয়েছেই। মনে হচ্ছে রাজনৈতিকদের হাতে আর সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না, যা করার সামরিক বিভাগই করবে।’

এরপরই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য তারিখের কথা জানান জ্যোতিষী কুশাল ক🌳ুমার। তিনি বলেন, ‘সবকিছু পর্যালোচনা করে মনে হচ্ছে, আগামী ১৮ জুন বৃহস্পতিবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এ ছাড়া ১🍸০ ও ২৯ জুনও এই যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে।’

এদিকে, ২০২৪ ꦫসাল নিয়ে বেশ কয়﷽েকটি ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এই ভবিষ্যদ্বাণীগুলো হলো–

১. ২০২৪ ꦇসালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হ🅷ত্যাচেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।

২. এ বছর বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে ৷ সেইসঙ্গ💜ে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।

৩. বাবা ভ🧔াঙ্গার আরেকটি ভবিষ্যদ্বাণীর হলো–২০২৪ সালে বিশাল অর্থনৈতিক সংকট দেখা দেবে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলব⛦ে।

৪. ২০২৪ সালে জলবায়ু পরিবর𝓀্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা।

𒆙৫. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্ꦫবপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

৬. বাবা🍸 বলেছিলেন যে, ২০২৪ সালে আলঝ𒐪াইমার এবং ক্যানসারসহ দুরারোগ্য রোগের জন্য নতুন চিকিৎসা ব্যবস্থা আসবে।

৭. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভ♑বিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।

পৃথিবী কবে ꦐধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, ৫ হাজার ৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

Link copied!