পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদুল ফিতরের চাঁদ দেখ✅া যাবে। সেই হিসাবে দেশটিতে ঈদ হবে বুধবার (১০ এপ্রিল)।
সোম♒বার (৮ এপ্রিল) এ তথ্য ꦅজানিয়েছে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল।
সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাউন্সিলের সদস্য খালিদ ইজাজ জানান, তাদের হাতে থাকা ত💦থ্যানুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। দেখা দেওয়ার পর আ🎀কাশে সেই চাঁদ ৩৬ মিনিট পর্যন্ত দেখা যাবে।
খালিদ ইজাজ আরও জানা𓆉ন, আকাশে মেঘ না থাকলে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে পেশোয়ারে চাঁদ দেখ🐠া যাবে।
এদিকে রুয়েত-ই-হেলালের চেয়ারম্যান মাওলানা আবদুল খবির আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ইসলামাবাদে কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক শেষে ঈদ𒆙ুল ফিতর কবে হবে— সেই ঘোষণা আসবে।