সৌদি আরবের আকাশে সোমবার (৮ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হব𒈔ে।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১৩ মিনিটে দেওয়া এক পোস্টে ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে বলা হয়, ಞ“আজ সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।”
সোমবার সৌদি আরবে ছিল ২৯ রমজা🃏ন। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০ রমজান পূর্ণ হবে।
এদিকে সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হয় এবং তার পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে দেশে বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে✃। তবে চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফ🧸িতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, রোজা ভাঙার উৎসব।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বেই মুসলিমরা শাওয়াল মাসের চাঁদ দেখ🍸া সাপেক্ষে মাসের প্রথ🙈ম দিন ঈদ উৎসব উদযাপন করেন।