অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় ২৩ মেরিন𝕴 সেনাসহ যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, রোববার (২৭ আগস্ট🌊) ডারউইন থেকে ৬০ কিলোমিটার দূরে মেলভিল আইল্যাণ্ডে অস্প্রেয় ভি-২২ সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্থ হেলিকপ্টার থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে এবিসি। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছে বল🦩ে জানা যায়নি।
অস্ট্রিলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি প্রিডেটর রানꦕ নামক যৌথ মহড়ার সময় দুর্ঘটনায় পড়ে। মহড়াটিতে যౠুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সাথে পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনস অংশ নিচ্ছে।
অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী (এডিএফ) জানিয়েছে হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান সেনাꦗ ছিলো না।
এডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, “এই সঙ্কটাপন্ন সময়েඣ আমাদের মনোযোগ দুর্ঘটনায় পড়া সেনাদের নিরাপত্তার দিকে। সঠিক সময়ে আরো তথ্য জানানো হবে।”
দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্💞র ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে সামরিক সহায়তা জোরদার করেছে।
উল্লেখ্য, গত মাসে অস্ট্রেলিয়ার চার সেনা সদস্য এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত𒐪 হয়েছিল।