• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইসরায়েলের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৯:৫৫ এএম
ইসরায়েলের চার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ফটো

ফিলিস্তিনিদের ওপর হামলার অভিযোগে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ💫্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্𝔉র।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নি🦹ষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডꦆেন।

নিষেধাজ্ঞা পাওয়া চার ইসরায়েলিরা হলেন, ডেভিড চাই চাসদাই, আইনান তানไজিল, শালোম জিকারম্যান ও ইয়িনন লেভি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক নির্বাহী আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট🎃্রে থাকা তাদের সম্পত্🧔তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

নিষেধাজ্ঞার বিষয়ে বাইডেন বলেন, “পশ্চিম তীরে ✃সহিংসতা ‘অসহনী💛য় পর্যায়ে’ পৌঁছেছে।”

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞাꦡগুলো অপ্রয়োজনীয়।

ইসরায়েলি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটন𒈔া হিসেবে দে🐲খা হচ্ছে। মিশিগান অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের সফরের সময় এ ঘোষণা এলো। অঙ্গরাজ্যটিতে আরব–আমেরিকান জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে।  

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের🌟 সদস্য🐽রা হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা আরও বেড়েছে।

দ্য আরব আমেরিকান ইনস্টিটিউট নামের একটি পরামর্শক গ্রুপের প্রতিবেদনে বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধ 🌸শুরুর পর যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির প্রতি আরব-আমেরিকানদে𒐪র সমর্থন ১৭ শতাংশে নেমে এসেছে, যা ২০২০ সালে ছিল ৫৯ শতাংশ।

সূত্র : আল-জাজিরা।

Link copied!