চীনের হাইনান প্রদেশের পর এবার ভিয়েতনামে তাণ্ডব ꧑চালাচ্ছে সুপার টাইফুন ইয়াগি। দেশটিতে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনি🌳๊বার (৭ সেপ্টেম্বর) ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কুয়াং নিহ প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন বলছে, এশিয়ায় আঘাত হানা এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগি। ভূমিধসে ওই চারজনের মৃ🦩ত্যু হয়। ইয়াগির আঘাত🍨ে বাড়ি–ঘর, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা।
নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার বাꦆসিন্দাকে। রাজধানী হ্যানোয়সহ উত্তরের ১২টি প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ভিয়েতনামের পর ঝুঁকিতে আছে লাওস।
এর আগে শুক্রবার ঘণ্টায় ২৩৪ কিলোমিটার বেগে ඣচীনের হাইনান প্রদেশে আঘাত হানে ইয়াগি। সেখানে মৃত্যু হয় ২ জনের। আহতের সংখ্যা অন্তত ১০০ জন꧋।
ঝড়ো হাওয়ার সঙ্গে হচ্ছে প্রবল বর্ষণ। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৮ লাখের বেশি ভবন। ঘূর্ণিঝড়ের কারণে হাইনান প্র🥃দেশের ১ কোটি মানুষ অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।