গাজার উত্তরাঞ্চলে হামাসের হামলায় ইসরায়েলের ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার কর্নেল এহসান দাকসা মারা♊ গেছেন। এ ছাড়া একই হামলায় গুরুতর আহত হয়েছেন আরেক ইসরায়েলি সেনা কর্মকর্তা।
রোববার (২০ অক্টোবর) হামলার স��ত্যত꧅া নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বা🌠হিনীর তথ্যমতে, এহসান দাকসার ট্যাংক ও আরেকটি ট্যাংক একটি বিস্ফোরক ডিভাইসের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটꦑে।
প্রাথꦗমিক তদন্তে জানা গেছে, কর্নেল এহসান দাকসা ট্যাংক নিয়ে গাজ𝔍ার উত্তরাঞ্চলের জাবালিয়ায় ছিলেন।
টাইমস অব ইসরা🌺য়েল জানিয়েছে, গাজায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী🅺র যত উচ্চপদস্থ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন তার মধ্যে কর্নেল এহসান অন্যতম।