তথ্যের পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সরকারি চাকরিজীবীদের মোবাইলে টিকটক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য অ্যাপের ‘বিনোদনমূলক’ ব্যবহার নিষিদ্ধ করে🦂ছে ফ্রান্স সরকার। অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির মিনিস্ট্রি অব পাবলিক সেক্টররের ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সিভিল সার্ভিস।
শনিবার (২৫ মার্চ) কাতারভিতꦡ্তিক সংবাদমাধ্যম আ🌱ল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি বলেন, “আমাদের প্রশাসন এবং বেসামরিক কর্মচারীদের সা🍃ইবার নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ফোনে টিকটকের মতো বিনোদনমূলক অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “কয়েক সপ্তাহ ধরে আমাদের বেশ কয়েকটি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদার চীনা মালিকানাধীন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক ডাউনলোড এবং ইনস্টল করা বা ব্যবহার নিষিদ্ধ করার ব্যবস্থা 🌊গ্রহণ করেছে। বিনোদনমূলক অ্যাপ্লিকেশনগুলোতে সাইবার সুরক্ষা এবং ডেটা সুরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত না। এ কারণে প্রশাসনের লোকদের জন্য এসব অ্যাপ ব্যবহার করা নඣিরাপদ না।”
সম্প্রতি হোꦬয়াইট হাউস, যুক্তরাজ্যের পার্লামেন্ট, ডাচ এবং বেলজিয়াম প্রশাসন, নিউজিল্যান্ডের পার্লামেন্ট, কানাডা, ভারত, পাকিস্তান, তাইওয়ান এবং জর্ডানসহ বিভিন্ন দেশ সরকারি চাকরিজীবীদের মোবাইলে টিকটক ব্যবꦫহার নিষিদ্ধ ঘোষণা করেছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এই অ্যাপের 🎐মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য নিয়ে নিতে পারে চীন সরকার।
যদিও টিকটক বরাবরই ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের কাছে হস﷽্তান্তরের বিষয়টি ꦡঅস্বীকার করেছে।
টিকটকের গভর্নমেন্ট রিলেশনস অ্যান্ড পাবলিক পলিসি ইন ইউরোপের ভাইস-প্রেসিডেন্ট থিও বার্ট্রাম বলেছেন, অন্য যেকোনো কিছুর চেয়ে ভূ-রাজ﷽নীতিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “মানুষের ভয়ের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে আমরা সবকিছু বিবেচনা করতে বলেছিꦡ।”
এছাড়া টিকটককে কেন্দ্র করে চীন-মার্কিন দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অ্যাপটিকে চীনা কোম্পানির মালিকানা বিক্রি করতে বলেছে। অন্যত্থায় এটি যুক্তরাষꦺ্ট্রে জাতীয়ভাবে নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটির মালিকানার ৬০ শতাংশ বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মালিকানাধীন, ২০ শতাং൲শ কর্মচারীদের এবং ২০ শতাংশ প্রতিষꩲ্ঠাতাদের।