• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৬০০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০২:৪৭ পিএম
৬০০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে গেলেন পর্বতারোহী
ছবি: সংগৃহীত

ন🥂িউজিল্যান্ডের তারানাকি পর্বতের ৬০০ মিটার উঁচু থেকে পড়েও বড় কোনো আঘাত ছাড়াই সুস্থভাবে বেঁচে ফিরেছেন এক পর্বতারোহী। শনিবার (৯ সেপ্টেম্বর) পর্বতার⛄োহীদের একটি দলের সঙ্গে পর্বতারোহণের সময় ৬০০ মিটার বা ১ হাজার ৯৬৮ ফুট উঁচু থেকে গড়িয়ে পড়ে সামান্য আহত হন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, উত্তর দ্বীপের তারানাকি পর্বত থেকে ওই ব্যক্তি পড়ে গিয়েছিলেন। বসন্তকাল চলায় তিনি বেঁচে যান। কারণ, এই সময় পর্বতের বরফ নরম থাকে। তিনি নরম বরফের ওপর দিয়ে গড়িয়ে পড়েন। 
পুলিশ আরও🦩 জানায়, পর্বতারোহী প্রচণ্ড ভাগ্🌸যবান যে তিনি বেঁচে ফিরেছেন।

বিশ্বের অন্যতম উঁচু ভবন সৌদি আরবের মক্কা ক্লক রয়েল টাওয়ারের সমান উচ্চতা থেকে তꩲিনি নিচে পড়েছিলেন। এই উচ্চতা হলো লন্ডনে অবস্থিত শার্ডের প্রায় দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুরে ওই পর্বতার♈োহী পর্বতারোহণকারী একটি দলের সঙ্গে꧂ থাকা অবস্থায় মাউন্ট তারানাকির চূড়া থেকে পড়ে যান।

পুলিশ জানায়, “তাদের সহ-পর্বতারোহীকে পর্বত থেকে নিচে প﷽ড়ে যেতে দেখে দলের একজন তার সন্ধানে নিচে নামেন।”

তারানাকি আল্পাইন রেসকিউর একজন সꦛদস্যও সেদিন পর্বতারোহণ করেছিলেন এবং পড♛়ে যাওয়া লোকটিকে খুঁজে পেতে সহায়তা করেন।

দেশটির মাউন্টেন সেফটি কাউন্সিল অনুসারে, নিউজিল্যান্ডের সবচেয়ে মারাত্মক পর্বতগুলোর মধ্যে মাউন🗹্ট তারানাকি একটি। ২০২১ সালে দুই পর্বতারোহী একই স্থানে মৃত্যুবরণ করেছিলেন।

Link copied!