• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফটোগ্রাফারদের ধাওয়ায় ঘাবড়ে গিয়েছিলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি-মেগান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৭:০৪ পিএম
ফটোগ্রাফারদের ধাওয়ায় ঘাবড়ে গিয়েছিলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি-মেগান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার রাতে পাপারাজ্জিদের (ফটোগ্রাফার) ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যা🐼রি এবং তার স্ত্রী মেগান মেরকেল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পুলিশ স্টেশনে গেলে নিরাপত্তাকর্মীরা তাদের একটি ট্যাক্সি ক্যাবে তুলে দেন।

যে ট্যাক্সিতে ব্রিটিশ রাজদম্পতি উঠেছিলেন সেটি ছিল সুখচাঁন সিং নামের এক ভারতীয়র। তিনি বলেছেন, হ্যারি ও মেগান দুজনকেই বেশ ভয়🍃ার্ত দেখা যাচ্ছিল। তার মনে হয়েছিল, তারা দুজনই বেশ ঘাবড়ে গিয়েছিলেন।

বৃহস্পতিব🦩ার (১৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জান🃏িয়েছে।

এ ব্যাপারে সুখচাঁন সিং বলেন, “আমি ৬৭ নং স্ট্রিটে🌃 ছিলাম তখন আমাকে নিরাপত্তারক্ষী ডাক দেন। এরপর আপনারা জানেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী দ্রুত আমার ক্যাবে ওঠেন। আমাদের ক্যাবটি একটি ময়লার গাড়ির কারণে আটকে যায়, তখনই হঠাৎ ফটোগ্রাফাররা আসেন এবং ছবি তোলা শুরু করেন। ♒যখনই হ্যারি ও মেগান তাদের গন্তব্য বলতে যাবেন তখন নিরাপত্তাকর্মী ফিরে যাওয়ার নির্দেশনা দেন।”

তিনি আরও বলেন, “দেখে মনে হয়েছিল তারা ঘাবড়ে গে♈ছেন, আমার মনে হয়েছে তাদের হয়ত সারাদিনই তাড়া দেওয়া হয়েছে। তারা খুবই ভয়ার্ত ছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষী এটি দেখছিলেন।”

ফটোগ্রাফাররা ত💛াদের ধাওয়া করছিল, সেটি পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন সুখচাঁন। তার মতে ওই ফটোগ💦্রাফাররা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলছিলেন।

হ্যারি ও মেগান মাত্র ১০ মিনিটের জন্য সুখচাঁন সিংয়ের গাড়িতে উঠলেও তারা তার নাম জিজ্ꦏঞেস করতে ভ𝔉ুলেননি। এছাড়া রাজ দম্পতিকে ১০ মিনিট চড়িয়েই ৫০ ডলার পান তিনি।

Link copied!