• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রাচীন গির্জা এখন মসজিদ, মুসল্লিদের নামাজ পড়া শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ১০:৪৫ এএম
প্রাচীন গির্জা এখন মসজিদ, মুসল্লিদের নামাজ পড়া শুরু
কারিয়ে মসজিদ। ছবি : সংগৃহীত

তুরস্কে একটি গির্জাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। দেশটির ইস্তাম্বুলের অর্থোডক্সের একটি প্রাচীন গির্জাকে মসজিদে রূপান্তর করে সোমবার (৬ মে) তা মুসল্লিদে♏র জন্য খুলে দেওয়া হয়েছে। চার বছর আগে গির্জাটিকে মসজিদে রূপান্তর করা নির্দেশ দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, মসজিদে রূপান্তর করার পর এটির নাম দেওয়া হয়েছে ‘কারিয়ে মসজিদ’। এটি মূলত বাই𝄹জেন্টাইন সাম্রাজের একটি গির্জা। সোমবার আঙ্কারায় অবস্থিত প্রেসিডেন্ট ভবন থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে মসজিদটি নামাজের জন্য খুলে দেন প্রেসিডেন্ট এরদোয়ান।

এর আগেও আয়া সোফিয়া নামের একটি প্রাচীন গির্জাকেও মসজিদে রূাপান্তর করা হয়েছে এরদোয়ানের নির্দেশে। প্রথমে গির্জাটিকে মসজিদ বানিয়ে ‘জাদুঘর’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আবারও মসজিদে রূপ🤡ান্তর করা হয়।

কারিয়ে মসজিদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে এটিকে গির্জা থেকে মসজিদে🧸 রূপান্তর করা হয়। এরপর জাদুঘর করার ঘোষণা দেওয়া হয়। পরে গতকাল তা 🅰আবারও মসজিদে রূপান্তর করা হয়।

বার্তা সংস্থা এএফপি ওই মসজিদের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে এগিয়ে যাচ্﷽ছেন এবং মসজিদের সামনে তুর্কি পতাকা উড়ছে।

Link copied!