• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জন্মদিনে ৪৮ তলা বেয়ে উঠলেন ‘স্পাইডারম্যান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৫:৩৩ পিএম
জন্মদিনে ৪৮ তলা বেয়ে উঠলেন ‘স্পাইডারম্যান’

ফ্রা𒉰ন্সের স্পাইডারম্যান খ্যাত আলাঁ রোবের পা দিয়েছেন ৬০ বছর বয়সে। সেই উপলক্ষে খালি হাতে বেয়ে উঠেছেন ৪৮ তল♐া ভবন। ব্যবহার করেননি কোনো নিরাপত্তা উপকরণ।

দ্য গার্ডিয়ান জানায়, এমন উপায়ে নিজের জন্মদিন উদযাপনের জন্য তিনি বেছে নিয়েছেন ফ্রান্সের কার্বোভোইয়ে শহরের ৬২০ ফুট উঁচু ট্যুর টোটাꦍল ভবনকে।

বার্তা সংস্থা রয়টার্সকে রোবের বলেন, “৬০ বছর বয়স কিছুই না। এ বয়সেও আপনারা খেলাধুলা করতে পার𒈔েন, চঞ্চল থাকতে পারে💧ন এবং দারুণ সব কাজ করতে পারেন।”

ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার সময় লেগেছে মাত্র ৬০ মিনিট। ভবন বেয়ে উপরে উঠার পর তিনি বলেন, ‘আমি কয়েক বছর আগেই প্রতিজ্ঞা করেছিলাম, যখন আমার বয়স ৬০ হবে, তখন আবারও এই ভ𝓰বনটি বেয়ে উঠব। কারণ, ফ্রান্সে ৬০ বছরকে অবসরের বয়স বলে বিবেচনা করা হয়।’

বিশ্বের উঁচু উঁচু ভবনের দেয়াল বেয়ে আরোহণের জন্য রোবের দারুণ খ্যাতি রয়ে꧃ছে। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়েও উঠেছিলেন তিনি।

সাধারণত কোনো ধরনের ঘোষণা বা পূর্বানুনুমতি ছাড়াই পছন্দমতো ভবনের দেয়াল বেয়ে উঠেন তিনি। তাই বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন ‘স🍃্পাইডারম্যান’।

Link copied!