• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কিয়েভে রাশিয়ার বিমান হামলা, দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৪:৫০ পিএম
কিয়েভে রাশিয়ার বিমান হামলা, দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ
কিয়েভের আকাশে একটি বিস্ফোরণের দৃশ্য। ছবি- রয়টার্স।

ইউক্🍒রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। ওই এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে বিস্ফোরণের💝 শব্দ পাওয়া গেছে। তবে হামলার মাত্রা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভজওুড়ে কমপক্ষে ৫টি বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন। ইউক্রেনের গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গে🔯ছে বিস্ফোরণে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের মেয়﷽র ভিতালি ক্লিৎসকো বলেন, ঐতিহাসিক পোদিল এলাকায় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর𝕴 শহরের একটি পার্কের কাছে আগুন ধরে যায়।

ক্লিৎসকো ও কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, দারনিৎস্কি, সোলোমিয়ানস্কি, শেভচেনকি🎀ভস্কি 🌄ও পোদিলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

শেভচেনকিভস্কি এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়লে আগুন ধ🔯রে যায়। 🔴পরে দ্রুত আগুন নেভানো হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর জানা যায়নি।

হামলা নিয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে গত বুধবার পূর্বাঞ্চ🐻লীয় শহর কস্তিয়ানতিনিভকাতে রাশিয়ার হামলায় ১৭ জন নিহত হন।

Link copied!