সবচে♍য়ে কম বয়সে হোয়াইট হাউ💛সের প্রেস সেক্রেটারি হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ক্যারোলিন লেভিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী মেয়াদে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে তাকে মনোনয়ন দিয়েছেন।
মনোনীত হও🧔য়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করা ক্যারোলিন। মাত্র ২৭ বছর বয়সে এর আগে আর কেউ-ই হোয়াইট হাউজের প্রেস স🅺েক্রেটারির পদ পাননি।
ইতিহাস সৃষ্টি করতে যাওয়া ক্যারোলিনা যুক🌳্তরাষܫ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মেয়ে। তার জন্ম আর বেড়ে ওঠা ব্যবসায়িক পরিবারে। তিনি যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন নিউ হ্যাম্পশায়ারের ক্যাথলিক প্রতিষ্ঠান সেন্ট আন্সলেম কলেজে। ২০১৯ সালে ক্যারোলিন স্নাতক সম্পন্ন করেন।
অবশ্য, হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতা কিন্তু ক্যারোলিন নতুন নয়। এর আগে ট্๊রাম্প যখন প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেট🐈ারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন।
আবার হোয়াইট হাউসের পাশাপাশি সংবাদমাধ্যমকে সামাল দেওয়ার অভিজ্ঞতাও তার ঝুলিতে।💎 ক্যারোলিনা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলে🍒ন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য-বিবৃতি লেখার কাজও করেছেন।
শুধু তাই নয়, এএফপির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও এক সময় দায়িত্ব পালন করতেন ক্যারোলিন। ট্রাম্প প্রশাসনে যে স্টেফানিক ইতোমধ🍒্যে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন।
এত কম বয়সে রাজ❀নৈতিক গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞতা নেওয়ার পর ক্যারোলিন নিজেই প্রতিনিধি পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। যে কারণে বিগত ২০২২ সালের নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটেও লড়াই করেছেন। তবে ডেমোক্রেটিক ক্রিস পাপাসের কাছে হেরে গিয়েছিলেন।
অবশ্য সে সময়ে ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় থাকা কর🐲 কমানো, সীমান্ত সুরক্ষা বাড়ানো, সীমান্তে প্রাচীর নির্মাণ শেষ করা, আইনশৃঙ্খলা জোরদার করার বিষয়ে জোর প্রচারণা চালিয়েছিলেন ক্যারোলিন। এবারে ট্রাম্পের প্রচার শিবিরে যোগ দিয়ে ক্যারোলিনা ‘ন্যাশনাল প্রেস সেক্রেটারি’ পদ পান। যে কারণে সংবাদমাধ্যমে পরিচিত মুখদের একজন হয়ে উঠেছিলেন।
ব্যক্তিগত জীবনে ক্যারোলিন বিবাহিত, এক সন্তানের মা। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস চারেক আগে জুলা♛ইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের ২০ জানুয়ারি ট্রাম্পের আনুষ্ঠানিক শপথের পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে যোগ দেবেন ক্যারোলিন। তিনি হবেন হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি ।
মাত্র ২৭ বছর বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়ে ইতিহাস গড়ার পথে হাঁটা ক্যার♍োলিনকে একজন ‘দক্ষ ও দৃঢ়চেতা’ মানুষ হিসেবে উল্লেখ করে শুক্রবার বিবৃতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রসঙ্গত, এর আগে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জিয়েগারকে যখন নি♉য়োগ দেন, তখন তার বয়স ছিল ২৯ বছর। ক্যারোলিনার চেয়ে দুই বছর বেশি। সূ👍ত্র: এএফপি ও নিউইয়র্ক টাইমস।