• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুলিশের প্রিজন ভ্যানে সাজাপ্রাপ্ত নারীকে ধর্ষণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৩:৪১ পিএম
পুলিশের প্রিজন ভ্যানে সাজাপ্রাপ্ত নারীকে ধর্ষণ

ভারতের হরিয়ানাℱ রাজ্যের রোহতক জেলায় পুলিশের প্রিজন ভ্যানে এক নারী কয়েদিকে ধর্ষণ করেছে দুই পুরুষ কয়েদি। চাঞ্চল্যকর এ ঘটনার🍸 পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যায়, ভুক্তভোগী ওই নারী কয়েদিকে চিকিৎস꧂া করাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। সঙ্গে ছিল আরও দু𒅌ই পুরুষ কয়েদি। চিকিৎসা শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে।

ওই নারী জানান, রোহতকের পিজিআইএমএস হাসপাতালে চ🐎িকিৎসা চলছিল তার। যার ফলে পুলিশ ভ্যানে করেই হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ভ্যানে তার সঙ্গে ছিলেন আরও ২ পুরুষ কয়েদি।

চিকিৎসার শেষে ভ্যানে অপেক্ষা করছিলেন তারা। পুলিশ তখন ব্যস্ত ছিল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গোছাতে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে দুই কয়েদি ঠান্ডা পানীয় খেতে দেয় নারীকে। 🌃এর পর অচেতন হয়ে পড়েন তিনি। সেই সুꦡযোগে তাকে ধর্ষণ করে তারা।

পুলিশ জানায়, গণধর্ষণে অভিযুক্ত ওই🌳 দুই কয়েদির নাম মণীশ ও সতীশ। দুজনেই ঝিন্দ জেলার বাসিন্দা। আর ভুক্তভোগী ওই নারী মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত। মানসিক অবসাদের শিকার তিনি। যার জেরে একাধিকবার জেলে আত্মহত্যারও চেষ্টা করেন। বর্তমানে রোহতকের পিজিআইএমএস হাসপাতাꦍলে চিকিৎসা চলছে তার।

এদিকে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শ🍸ুরু হয়েছে ত▨দন্ত। যদিও এই ঘটনা কবে ঘটেছে তার কোনো তারিখ এফআইআরে দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

যদিও এ ঘটনার কথা প্রকাশ্যে আসার পর পুলিশের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কোনো পাহারা ছাড়া ভ্যানের মধ্যে কয়েদিদের ছেড়ে দিয়ে কীভাবে চলে যেতে পারে পুলিশ! কয়েদিদের হাসপাতালে ন🌱ি🧸য়ে যাওয়ার সময় কতজন পুলিশ ছিলেন তা জানার চেষ্টা চলছে।

খতিয়🥃ে দেখা হচ্ছে পুলিশের ভূমিকাও। পুলিশের দাবি, ঘটনার সময় হাসপাতালে কাগজপত্র গোছাচ্ছিলেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!