• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


লোকসভার সদস্যপদ হারালেন রাহুল গান্ধী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৪:০৭ পিএম
লোকসভার সদস্যপদ হারালেন রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর এ কারণেই শুক্রবার (২৪ মার্চ) লো🌳কসভা থেকে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আনন্দবাজার ও এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, রাহুল গান্ধীর লোকসভার পদ বাতিল করেছেন স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভার সচিবাল𝓀য় থেকে এ কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে লোকসভা জানিয়েছে, “রাহুল গান্ধী, লোকসভার কেরালার ওয়ানাড আসন থেকে, দণ্ড পাওয়ার দিন ২৩ মার্চ ২০২৩ সাল থেকে,ไ ভারতীয় সংবিধানের ১০২(১)- অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নাম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ বাতি⭕ল করা হল।”

জনপ্রতিনিধি আইনে𒉰র ৮(৩) উপধারায় বলা আছে, যখন লোকসভার কোনো সদস্য কোনো অপরাধে দুই বছর বা তার বেশি সময়ের জন্য দণ্ড পান তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ বাতিল হয়ে যায়।

২০১৩ সুপ্রিম কোর্ট এক মামলার রায়ে জানিয়েছিলেন,☂ কোনো মামলায় কোনো সংসদ সদস্য, বিধায়ক অথবা বিধান পরিষদের (বিধানসভার উচ্চকক্ষ) সদস্যের দুই বছর বা তার বেশি সময়ের সা♉জা হলে সংশ্লিষ্ট ব্যক্তির সদস্য পদ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে।

এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতে𓂃র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকܫর মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি বলেছি💝লেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। ওই মন্তব্যের জেরে বিজেপি বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলের বিরুদ্ধে মানহানির🍃 মামলা করে দিয়েছিলেন।

বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপি দাবি করেছিল, নিম্ন আদালত যেহেতু রাহুলকে দোষী সܫাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে, সেহে✱তু লোকসভায় তার সদস্য পদ সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে।

এদিকে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ১২টি বিরোধী দলের নেতাদℱের সঙ্গে বৈঠ🙈ক করেছেন। বাম, ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টিও (আপ)। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

ওই রায় উচ্চ আদালতে স🏅্থগিত বা বাতিল না হলে আগামী নির্বাচনেও অংশ নিতে🧜 পারবেন না তিনি।

Link copied!