কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণে না আসায় অন্তত ৩০ হাজার পরিবারকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যটিতে প্রায় ৪০০টি দাবানল সক্রিয় আছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো⛄ হয়, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রধান ডেভিড ইবি জানিয়েছেন, ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৩০ হাজার মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রতিಌবেদনে আরও বলা হয়, দেশটির শুসোয়াপ অঞ্চলের দুইটি অগ্নিকাণ্ড এক হয়ে অসংখ্য বাড়িঘর ধ্বংস করেছে। দেশটির দক্ষিণের কেলোওনা শহরে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহরটির নিকটবর্তী ওয়েস্ট কেলোওনাতে ইতোমধ্যে প্রায় ৩৬ꦰ হাজার বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ভ্রমণে বিধিনিষেধ আরোপ হয়েছে কামলুপস, অলিভার, পেনটিক্ট♋টন, ভেনম♛ এবং ওসোয়ুজ শহরেও।
এদিকে উত্তরের ইয়েলোনাইফ শহরের প্রান্তে বিশাল আগুন ছড়িয়ে পড়েছে। উত্তরপশ্চিমাঞ্চলের শহরটির বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো। এক স্থানীয় কর্মকর্তা জানান, ওইদিন প্রায় সব বাসিন্দা গাড়ি, বিমানে করে শহর ছেড়েছেন। শহরের ২০ হা🐻জার মানুষের মধ্যে প্রায় ১৯ হাজার জনই সরে গিয়েছেন।
কানাডার দাবানলের ইতিহাসে এবারের পরিস্থিতি নজিরবিহীন হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে 🔥ব্রিটিশ কলম্বিয়ায় জরℱুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।