• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেদিন শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৪, ০৪:০৫ পিএম
যেদিন শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এরই মধ্যে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়ে💮ছে, শনিবার (৮ জুন) তৃতীয়বারর মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি।

এর মধ্যে দিয়ে জওহরলাল নেহেরুর পর দ্🗹বিতীয় ব্যক্তি হিসেব🦩ে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন মোদি।

বুধবার (৫ জুন) রাষ🌳্ট্রপতি দ্রৌপদি মুর্মুর হাতে পদত্যাগপত্র জমান দেন মোদি। রাষ্ট্রপতি ✤তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, 🍰রাষ্ট্রপতির কাছে নিজের এবং মন্ত্রিসভার পদওত্যাগপত্র জমা দিয়ে নতুন সরকার গঠনের দাবি জানান মোদী।

এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গত দুই লোকসভা নির্বাচনে 🅘বাজে ফলাফল করা ♒কংগ্রেসও। দলটি প্রায় ১০০ আসন পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, জোট হিসেবে এনডিএর দখলে গেছে ২৯৩টি আসন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ দখলে গেছে ২৩৩টি আসন। এ ছাড়া অন্যান্য দল ও স্বতন্🧔ত্র প্রার্থীরা মিলে পেয়েছেন ১৭টি আসন।

তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪২টি আসন। এরপর জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬টি এবং বিহারের নিতীশ কুমারের দল জনতা দল (ইউনা𓄧ইটেড) পেয়েছে ১২টি আসন। মহারাষ্ট্রের শিব সেনা (একনাথ সিন্ধে) পেয়েছে ৭টি আসন, বিহারের আরেক দল লোক জনশক্তি পার্টি পেয়েছে ৫টি আসন, জনতা দল (🐓সেকুলার) পেয়েছে ২টি আসন।

এ ছাড়া বিজেপির জোট সঙ্গী হিসেবে অন্যদের মধ্যে জনতা পার্টি, রাষ্🔯ট্রীয় লোক দল পেয়েছে ২টি করে আসন। আপনা দল, অসম গণপরিষদ, এজেএসইউ, হিন্দুস্তানি আওয়াম মোর্চ✱া, ন্যাশনাল কংগ্রেস পার্টি (অজিত), সিকিম ক্রান্তিকারি মোর্চা ও ইউনাইটেড পিপলস পার্টি (লিবারেল) পেয়েছে একটি করে আসন। জোটের শরিক অন্য দলগুলো কোনো আসনই পায়নি।

এর বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৩টি আসন। এই ২৩৩ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৮টি আসন। জোট শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩📖৬টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২টি আসন। এর বাইরে শিব সেনা (উদ্ধব ঠা🧸করে) পেয়েছে ৯টি আসন। শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে ৮টি আসন।

এ ছাড়া ইন্ডিয়ার জোটসঙ্গী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী), রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে চারটি করে আসন। আম 💫আদমি পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছে ৩টি করে আসন। এর বাইরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, সিপিআই (এম-এল) (এল), জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, লিবারেশন টাইগারস পার্টি পেয়েছে ꧙২টি করে আসন এবং জোটের অন্য আরও ৫টি দল ১টি করে আসন পেয়েছে। 

 

Link copied!