• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


করাচির রাস্তায় সিংহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০১:০৪ পিএম
করাচির রাস্তায় সিংহ
ছবি: সংগৃহীত

পা🌊কিস্তানের করাচি শহরে গাড়িতে করে পরিবহনের সময় এক সিংহ পালিয়ে যায়। পরে ꦜকরাচির এক ব্যস্ত সড়কে সিংহটিকে হেঁটে বেড়াতে দেখা যায়। এসময় পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানায় জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, সিংহটি শারিয়া ফয়সাল নামক করাচির ജএকটি ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, সিংহটি পালিয়ে যাওয়ꦅার পর একটি বাড়িꩲর পার্কিং লটে প্রবেশ করে।  ঘটনাস্থলে পুলিশ এসে লোকজনকে সিংহটি থেকে দূরে সরিয়ে দেয়। পরে কতৃপক্ষ সিংহটিকে খাঁচায় আটকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা  দাবি করেছেღন, পরিবহনের সময় গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল। গাড়িটির চালককে তারা আটক করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তারা এ ব্যাপারে বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।

পাকিস্তানের বন্য প্রাণী বিভাগের সহকারী কনজারভেটর মুমতাজ সু🎐মরো গণমাধ্যমকে জানান, সিংহটির বয়স প্রায় দুই বছর।

Link copied!