• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জামিন পেলেন ইমরান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৪:৫২ পিএম
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরেই জামিন মঞ্জুর করলেন রাজ💜ধানী ইসলামাবাদের এক আদালত।

আল-জাজিরা জান⛎ায়, সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ই⛦মরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুলিশ বলছে, ইমরা๊ন আদালতের সবশেষ শুনানিতেও অংশ নেননি। এ কারণে আদালতে তার উপস্থিতি নিশ্🎐চিত করতে পরোয়ানা জারি হয়।

ইমরান খানকে আগামী ৭ অক্টোবর আদালে হাজির থাকার আদেশ দিয়েছেꦦন ইসলামাবাদ হাই কোর্ট।

পাকিস্তানের গণমাধ্যম দি ডন জানিয়েছে,❀ ২০ আগস্ট এক জনসমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছিল।

🎶এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছিলেন, এই🅺 গ্রেপ্তারি পরোয়ানাটি নিয়মিত এবং জামিনযোগ্য।

ইসলামাবাদ পুলিশের অনুরোধে ইমরানের বিশেষ সহকারী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অতি🌃রিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী। ২০ আগস্টের ভাষণে জেবাকে সতর্ক করে ইমরান বলেছিলেন, “তার উচিত পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত রাখা।”

ইমরানের এ বক্তব্যের পর ম্যাজিস্ট্রেট আলি জাবেদের অভিযোগের প্রেক্ষিতে ইসলামাবাদের মারগালা পুলিশ 🐓স্টেশনে এফআইআর দাখিল করা হয়। এফআইআরে বলা হয়, শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ও একজন নারী অতিরিক্ত দায়রা জজকে হুমকি–ধামকি দিয়েছেন।  

Link copied!