• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেমে পড়লে জানাতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৫:৩৩ পিএম
প্রেমে পড়লে জানাতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি নাগরিকের সাথেဣ সম্পর্কে জড়ালে জানাতে হবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে।&nb💦sp;

বিবিসি জানায়, বিদেশি নাগরিকদের জন্য এমন নির্দ⛎েশনা জারি করেছে দেশটির সꦜরকার।

নির্দেশনাꦐয় আরও বলা হয়েছে, যদি কোনো বিদেশি ওই অঞ্চলের কাউকে ব꧒িয়ে করেন তবে ২৭ মাস পর অন্তত ছয় মাসের জন্য তাদেরকে এলাকা ছাড়তে হবে।

পশ্চিম তীরে বসবাসরত বা সেখানে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য♑ নিয়ম কড়াকড়ি করতেই এমন পদক্ষেপ নেওয়া ༺হয়েছে।

ফিলিস্তিন এবং ইসরায়েলে কার্যক্রম পরিচালনা করা ♈এনজিওগুলো বলেছে, “বিদেশিদের জন꧟্য বিধিনিষেধকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে।”

এনজিও কর্মী জেসিকা মনটেল বলেন, “এসব নিয়মকানুনের কারণে ফিলিস্তিনে এসে কাজ🌸 করাটাই কঠিন হয়ে গেছে।”

নতুন নিয়ম অনুসারে, সম্পর্কে জড়ালে ৩০ দিনের মধ্যেই তথ্য জানাতে হᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚবে কর্তৃপক্ষক♔ে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জর্ডান থেকে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর থেকে🐽 এই অঞ্চলটি শাসন করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 🐓একটি ইউনিট।

 

Link copied!