• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় আইসিসির প্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১১:০১ এএম
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় আইসিসির প্রধান
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট পিওতর হফম্যানস্কি । সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফম্যানস্কিকে রাশিয়া তার ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্🔯ত করেছে। সংস্থাটি মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির পর ক্রেমলিন এই পদক্ষেপের কথা জানালো। খবর এনডিটিভির🌞।

সোমবার (২৫ সেপ্টম্বর) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে একটি নোটিশ বলা🌠 হয়, “হফম্যানস্কি পিওতর জোজেফ, পোলিশ। রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি একটি ধারার অধীনে 🥃ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।”

তবে, মন্ত্রণাল🏅য় পিওতর হফম্য💞ানস্কির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেয়নি।

মার্চে হেগ-ভিত্তিক আইসিসি ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে নির্বাসন ও যুদ্ধাপরাধের অভিযোগে ভ্লাদিমির 𝕴পুতিনের বিꦬরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

একই অভিযোগে আইসিসি রꦯাশিয়ার শিশুদের অধিকার বিষয়ক প্রেসিডেন্ট কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।

রাশিয়া এর আগে আইসিস🔯ির প্রসিকিউটর করিম খান ও বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। তারা জোর দিয়ে♎ বলছে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ‘অকার্যকর’।

Link copied!