• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানাডায় হ্যারিকেন ফিওনার তাণ্ডব, ৮ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৭:৩৪ পিএম
কানাডায় হ্যারিকেন ফিওনার তাণ্ডব, ৮ জনের মৃত্যু

প্রবল শক্তি নিয়ে কানাডার স্কটিয়া উপকূলে আঘাত হেনেছে হ্যারিকেন ফিওনা। বিবিসি জানায়, ন൩োভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপে ১৪৮ কিলোমিটার বেগে🎶 বাতাস বইছে।

শনিবার ﷺ(২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণের ফলে বিদ্যুৎ বিছিন্ন হয়ে ওগেছে অনেক এলাকা। প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎ সংকটে আছেন। ফিওনার প্রভাবে মারা গেছেন ৮ জন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক বক্তব্যে বলেন, “এই দুর্যোগ খুবই ভয়াবহ হবে। আমরা চাই সবাই নিরাপদে থাকুন। আপনারাꦯ স্থানীয় ಌকর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।”

আঞ্চলিক পৌরসভার এক মেয়র বলেন, “এর আগেও আমরা এমন পরিস্থিতির মোকাবিলা ꦬকরেছি, তব✱ে সেগুলোর ব্যাপ্তি এতোটা ছিল না। এর তাৎক্ষণিক প্রভাব হবে ভয়াবহ।”

কানাডার হ্যারিকেন সেন্টার জানিয়েছে এই দুর্যোগ ইতিহাসের সবচেয়ে চরম রূপ নিতে পারে। ফলে বন্যꩵা অনিবার্য। সেই সাথে থ🌊াকবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা। 

দেশটির পশ্চিমাঞ🅰্চলে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তাই আকস্মিক বন্যায় প্র🍒চুর ক্ষয়ক্ষতির আশঙ্কাও আছে।

 

Link copied!