• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নরওয়েতে তুষার ঝড় ও হিমবাহে ৪ পর্যটক নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১১:৫৮ এএম
নরওয়েতে তুষার ঝড় ও হিমবাহে ৪ পর্যটক নিহত

নরওয়ের একেবারে উত্তরে ধারাবাহিক হিমবাহ ও তুষার ঝড়ꦬের আঘাতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, রেইনোয়া দ্বীপে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদ♏নে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেখানকার একটি൲ বাড়ি ও খামার হিমবাহের আঘাতের পর সাগরে ভেসে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খামারটিতে সে সময় অন্তত ২ জন লোক ও ১৪০টি ছাগল ছ♑িল। অপর দু’হিমবাহের আঘাতে দু’জন পর্যটক নিহত হন। উভয়ে বিদেশি কিন্তু তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। লাইনজেনে প্রথম হিমবাহের আঘাতে একজন নিহত ও অপর দু’জন আহত হন।

পুলিশের মুখপাত্র মর্টেন পেটারসেন সাংবাদিকদের বলেন, “পাঁচজন বিদেশি নাগরিক ওই এলাকায় ঘুরতে গিয়েছিলেন। একজনের মৃত্যু হয়েছে ও দুজন আহত হয়েছে⭕ন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজ🎃নক।”

পুলিশ 🔜জানায়, নরড্রেসা এলাকার স্টরসলেটে আরেকটি তুষারধসে চতুর্থ෴ পর্যটক নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এ হতাহতের ঘটনাকে ইস্টার উৎসবের একটি দুঃখজনক সূচনা হি🍷স🎀েবে অভিহিত করেছেন।

নরওয়েতে বছরের এ সময়টিতে প্রায় প্রতিদিনই হিমবাহের ঘটনা ঘটে। এতে দেশটির অন্তত ৭ শতাংশ অঞ্চল ঝুঁকির মধ্যে থাকে। কর্তৃপক্ষ তুষার ঝড় ও হিমবাহের আঘাতের কারণে মারাত্মক ঝুঁকির সতর্কতা জারির পর শুক্রবার সকালে ট্রমস অঞ্চলের কয়েকটি ছোট শহর থেকে লোকজনকে সরিয়🥀ে নেওয়া হয়।

Link copied!